News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:১৫, ৫ মার্চ ২০১৫
আপডেট: ২১:৪৫, ১২ ফেব্রুয়ারি ২০২০

রেকর্ড গড়েই বিশ্বকাপে জিতল টাইগাররা

রেকর্ড গড়েই বিশ্বকাপে জিতল টাইগাররা

ঢাকা: আইসিসির ক্রিকেট বিশ্বকাপে স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের নেলসনে স্কটল্যান্ডকে তারা ৬ উইকেটের হারায়। বাংলাদেশে ক্রিকেটে এটি সবচেয়ে বড় জয়। এর আগে এত রান করে জেতেনি বাংলাদেশ।

এ জয়ের ফলে বিশ্বকাপে চার ম্যাচে দুই জয়ে পাঁচ পয়েন্ট নিয়ে স্বপ্নের দ্বিতীয় রাউন্ডের পথে একধাপ এগিয়ে গেল বাংলাদেশ। স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ৩১৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে তামিম, রিয়াদ, মুশফিক, সাকিব ও সাব্বিরের দাপুটে ব্যাটিংয়ে ৪৮.১ ওভারে মাত্র চার উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করে বাংলাদেশ।

বিশাল রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দলীয় ৫ রানের মাথায় ওপেনার সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। ওপেনার এনামুল হক বিজয় ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়ায় এ দিন তামিম ইকবালের সঙ্গে ওপেনিং জুটিতে ব্যাট করতে নামেন সৌম্য।

মাত্র দুই রান করেই সাজঘরে ফেরেন তিনি। এরপর ওয়ান ডাউনে তামিম ইকবালের সঙ্গে জুটি গড়েন দারুণ ফর্মে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদকে সঙ্গে নিয়ে ওপেনার তামিম বেশ কিছু দিন পর আবারও ব্যাটিংয়ে ঝড় তোলেন। দু’জনে মিলে গড়ে তোলেন ১৩৯ রানে জুটি। রিয়াদ ৬২ রান করে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। ততক্ষণে তামিম ইকবালও পৌঁছে যান নিজের অর্ধশতকে।

সঙ্গীকে হারিয়ে থেমে যাননি তামিম। জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে আবারও শক্ত জুটি গড়েন তিনি। ৩১.৩ ওভারের মাথায় তামিম যখন ৯৫ রান করে আউট হন বাংলাদেশের রান তখন ২০১। জিততে বাংলাদেশে প্রয়োজন তখন মাত্র ১১৮ রান। এরপর সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে জয়ের পথে এগিয়ে যান মুশফিক।

এ সময় সাকিব কিছুটা স্লো ব্যাটিং করলেও মুশফিক আরও আক্রমাত্মক হয়ে ওঠেন। মাত্র ৪২ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলে মুশফিক বিদায় নিলেও বাংলাদেশ শিবির তখন জয়ের দ্বারপ্রান্তে। দলীয় ২৪৭ রানে মুশফিক বিদায় নিলে সাকিব আল হাসানের সঙ্গে জুটি গড়েন তরুণ ঝড়ো ব্যাটসম্যান সাব্বির রহমান। এরপর আর পেছেনে তাকাতে হয়নি বাংলাদেশকে। সাকিব ও সাব্বির জয় নিয়েই মাঠ ছাড়েন। সাকিব ৪১ বলে ৫২ ও সাব্বির ৪০ বলে ৪২ রানের ইনিংসে খেলেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে কোয়েটজার শতকের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৮ রান সংগ্রহ করে স্কটল্যান্ড।

 

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়