জিততেই হবে টাইগারদের
ঢাকা: বিশ্বকাপে মাত্র ২টি জয়ের আশা নিয়ে দেশ ছেড়েছিলো টাইগাররা। সম্ভব হলে শেষ আটে খেলার স্বপ্ন ছিলো। এখন সেই স্বপ্ন সত্যি করতে বদ্ধপরিকর টাইগাররা। বিশ্বকাপে নিজেদের তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় বেশ ভালো জায়গাতেই আছে মাশরাফিরা। বাকি তিন ম্যাচের মধ্যে দুটি জিতলেই নিশ্চিন্তে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
বিশ্বকাপে মাশরাফিদের সামনে প্রতিপক্ষ হিসাবে সামনে অপেক্ষা করছে স্কটল্যান্ড, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। তার প্রথম ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর চারটায় নিজেদের চতুর্থ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ। এ ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালের যাওয়ার পথ খুবই সহজ হবে টাইগারদের।
হারলেও অবশ্য সম্ভাবনা টিকে থাকবে শেষ আটে যাওয়ার। কিন্তু সেই পথটি হবে খুবই কঠিন। তাই বিশ্বকাপে নিজেদের স্বপ্নের পথে এগিয়ে যেতে স্কটল্যান্ড বিপক্ষে জয়ের জন্যই খেলবে তারা। শুধুই তাই নয়, স্কটিশদের হারাতে পারলে বাকি দুই ম্যাচে দারুন ফুরফুরে মেজাবে আত্ববিশ্বাস নিয়ে খেলতে পারবে বাংলাদেশ। তাই আপাতত স্কটিশদের বিরুদ্ধে জয়টাইকে বেশি গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বুধবার নেলসনে বুধবারের ম্যাচ নিয়ে সংবাদ সম্মেলনে এমন কথাই জানিয়েছেন দেশ সেরা এ পেসার। এর আগে বাংলাদেশ এ পর্যন্ত তিনবার স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে। প্রতিবারই জিতেছে বাংলাদেশ।
তাই সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, “জয়ের বেশি কিছুতো আর নেই। আমি সবার আগে ফোকাস করব অবশ্যই জয়। খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে নিজেদের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে।”
নিউজবাংলাদেশ.কম/এসএস/এমএম
নিউজবাংলাদেশ.কম