আট হাজারি ক্লাবে আফ্রিদি
স্পোর্টস ডেস্ক: মারকুটে খেলোয়ার হিসেবে তার সুনাম সুবিদিত। যদিও বেশ কিছুদিন ধরে তার সেই সুনামের প্রতি সুবিচার করতে পারছিলেন না তিনি। তবে আজ আরব আমিরাতের বিপক্ষে তার সেই ট্রেডমার্কের ছাপ কিছুটা হলেও ফেললেন তিনি। আর এর মধ্য দিয়েই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৭তম খেলোয়াড় হিসেবে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বিশ্ব ক্রিকেটে ‘বুমবুম আফ্রিদি’ বলে পরিচিত পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি। চতুর্থ পাকিস্তানি ব্যাটসম্যান হিসাবে আট হাজার রানের সদস্য হলেন ৩৫ বছর বয়সী এ ক্রিকেটার।
বুধবার বিশ্বকাপে আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৭ বল খেলে ২১ রানে অপরাজিত থাকেন তিনি। আহজাদ জাভেদের বলে বিশাল ছক্কা হাঁকিয়ে ৮ হাজার রানের মাইলফলকে পৌঁছে যান।
পাকিস্তানের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ১১ হাজার সাতশত ৩৯ রান করেছেন সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। এছাড়া মোহাম্মদ ইউসুফ করেছে ৯ হাজার সাতশত ২০ এবং পাকিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে সাঈদ আনোয়ার করেছেন আট হাজার আটশত ২৪ রান।
৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করার পর আরও কয়েকটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন শাহীদ আফ্রিদি। আর মাত্র পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ খেললেই প্রথম পাকিস্তানি হিসেবে চারশত ওয়ানডে খেলার গৌরব আর্জন করবেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চম ক্রিকেটার হিসেবে তার নাম লেখা থাকবে চারশত ওয়ানডে খেলার অভিজাত ক্লাবে।
ভারতের শচিন টেন্ডুলকার সর্বোচ্চ ৪৬৭ ওয়ানডে খেলে রয়েছেন সবার ওপরে। দ্বিতীয় ক্রিকেটার হিসাবে রয়েছেন শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনে। তিনি খেলেছেন ৪৪৬টি ওয়ানডে। এছাড়া জয়াসুরিয়া ৪৪৫ ও কুমার সাঙ্গাকারা ৪০২ ওয়ানডে খেলেছেন। এরপরেই নাম উঠবে আফ্রিদির।
এছাড়া ওয়ানডে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ৮ হাজার রান ও ৪০০ উইকেট লাভের বিরল ইতিহাসের ক্লাবে প্রবেশ করতে আর মাত্র ৭টি উইকেট দরকার আফ্রিদির। তার বর্তমান উইকেট সংখ্যা ৩৯৩টি। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ৫৩৪ উইকেট নিয়ে সবার ওপরে রয়েছেন শ্রীলংকার সাবেক স্পিনার মুত্তিয়া মুরালিধরন। এছাড়া ওয়াসিম আকরাম ৫০২, ওয়াকার ইউনিস ৪১৬ ও চামিন্দা ভাস ৪০০ উইকেট নিয়ে রয়েছেন আফ্রিদির ওপরে।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই
নিউজবাংলাদেশ.কম