রেকর্ড ছিনিয়ে নিলেন আমলা, তাই এত ক্ষিপ্ত কোহলি!
প্রকৃত ঘটনা জানা যায়নি। তবে অনেকেই মনে করছেন এ কারণেই মাঠের বাইরে বিরাট কোহলির অমন বেয়ারা রুদ্র আচরণ। কারণটি হচ্ছে, হাশিম আমলা তার রেকর্ড ভেঙ্গে নিজে এখন সেই রেকর্ডের মালিক বনে গেছেন। তাই এত ক্ষিপ্ত কোহলি! তাই “বিড়ালের গোস্বা বেড়ার সঙ্গে” প্রবাদের বাস্তব রূপই যেন ফুটে উঠেছে তার আচরণে।
কেউ কেউ মনে করছেন, এ সূত্রেই আবারও নেতিবাচক সংবাদের শিরোনাম হলেন ভারতীয় ক্রিকেট টিমের এই উপঅধিনায়ক। এমনিতেই বদমেজাজি হিসেবে পরিচিত কোহলি এর আগেও আজে আচরণের জন্য সমালোচিত হয়েছেন একাধিকবার। এবারের ঘটনা ঘটিয়েছেন স্বদেশি এক সাংবাদিকের সঙ্গে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠানরত বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাওয়া ভারতীয় দল মঙ্গলবার মর্ডাক বিশ্ববিদ্যালয় মাঠে অনুশীলন করছিল। ঘণ্টা দুয়েক ঘাম ঝরানোর পর সবাই প্যাভিলিয়নের দিকে রওনা করেন। এসময় বিরাট কোহলি কোনও কারণ ছাড়াই গালিগালাজ শুরু করেন। তার এ আচরণে দলের খেলোয়াড় ছাড়াও সঙ্গে থাকা সাংবাদিকসহ অন্যরা ভড়কে যান।
কারণ, তারা বুঝতে পারছিলেন না তার ওই অকথ্য বচনগুলির লক্ষ্য কোনজন! একপর্যায়ে তিনি হিন্দুস্থান টাইমসের এক সাংবাদিকের দিকে আঙ্গুল উঁচিয়ে ইঙ্গিত করেন।
তিনি ওই সাংবাদিককে গালিগালাজের সঙ্গে ধমকও দিচ্ছিলেন। ঘটনার শিকার সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন এমন ব্যবহারের কারণ এবং তাকে মনে করিয়ে দেন যে তিনি একজন সিনিয়র ক্রিকেটার, যার অমন আচরণ অনুচিত। একথায় কোহলি আরও ক্ষেপে ওঠেন। এসময় ভারতীয় বোলিং কোচ ভারত অরুণ ও মিডিয়া ম্যানেজার আরএস বাবা এসে বিরাটকে নিবৃত্ত করেন।
বিরাট তাদের জানান, বলিউড তারকা আনুশকা ও তাকে জড়িয়ে ওই সাংবাদিকের পত্রিকায় একটি আপত্তিকর সংবাদ ছাপা হয়েছিল যখন তিনি ইংল্যান্ড ট্যুরে ছিলেন। তখন হিন্দুস্থান টাইমসের সাংবাদিক জানান, তিনি এ ধরনের কোনও সংবাদ করেননি। এ পর্যায়ে বিরাটের বোধোদয় হয়। তিনি সেখানে উপস্থিত অপর একজন সাংবাদিককে কাছে ডেকে জানান, তিনি ওই সাংবাদিককে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার সাংবাদিক মনে করেছিলেন। বিরাট আরও জানান, আনুশকাকে নিয়ে ওই প্রতিবেদনটি ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিক করেছিলেন।
অপরাধ স্বীকার করার পর বিরাট অপর এক সাংবাদিকের মাধ্যমে ইন্ডিয়ান টাইমসের ওই সাংবাদিকের কাছে দুঃখ প্রকাশ করে এসএমএস পাঠান। তবে; বিরাটের দুর্ব্যবহারের শিকার সাংবাদিকের নাম জানায়নি সংশ্লিষ্ট মিডিয়া।
প্রসঙ্গত, ঘটনার দিনই দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে সবচেয়ে কম ম্যাচে ২০টি সেঞ্চুরির রেকর্ড করেন। তার ওই রেকর্ড ভাঙ্গা অসাধারণ ইনিংসের আগে এই রেকর্ডটি ছিল বিরাট কোহলির দখলে।
মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ক্যারিয়ারের ১০৮তম ইনিংসে ২০তম শতকের মাইল ফলকে পৌঁছান আমলা। এর আগের রেকর্ডধারী বিরাট কোহলি সবচেয়ে কম ইনিংসে ২০টি শতকের রেকর্ড গড়ার পথে খেলেন ১৩৩টি ইনিংস।
অবশ্য মঙ্গলবার নিজ দেশি সাংবাদিকের সঙ্গে কোহলির করা ওই অভব্য আচরণ হাশিম আমলার রেকর্ড ইনিংসের আগে না পরে তা নিশ্চিত জানা যায়নি।
সূত্র: নবভারত টাইমস
নিউজবাংলাদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম