কম ইনিংসে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন আমলা
ওয়ানডেতে সবচেয়ে কম ইনিংসে ২০টি শতকের মালিক এখন হাশিম আমলা। মঙ্গলবার বিশ্বকাপের গ্রুপপর্বের খেলায় আয়ারল্যান্ডের বিরুদ্ধে ক্যারিয়ার সেরা ১৫৯ রানের এক অসাধারণ ইনিংস খেলেন তিনি। ফলে দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারের পেছনে পড়ে গেলেন ভারতের বিরাট কোহলির রেকর্ড।
ক্যারিয়ারের ১০৮তম ইনিংসে ২০তম শতকের মাইল ফলকে পৌঁছান আমলা। আর এর আগের শীর্ষ রেকর্ডধারী বিরাট কোহলি সবচেয়ে কম ইনিংসে ২০টি শতকের রেকর্ড গড়ার পথে খেলেন ১৩৩টি ইনিংস।
দক্ষিণ আফ্রিকার বর্তমান একাদশের অন্যতম নির্ভরযোগ্য এই ক্রিকেটার অতি সম্প্রতি অতীত ও বর্তমানের আরও দুজন নামজাদা ক্রিকেটারের রেকর্ড ভাঙেন যার একটি ছিল ওই বিরাট কোহলি’র।
৩১ বছর বয়সী আমলা মাত্র ক’দিন আগে ওয়ানডেতে সবচেয়ে কম ইনিংসে পাঁচ হাজার রানে পৌঁছান। এই রেকর্ডের ফলে তিনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তি ভিভ রিচার্ডস ও কোহলির রেকর্ড ভাঙেন।
ওয়ানডেতে দ্রুততম পাঁচ হাজার রান করার পথে দ্রুততম ২ হাজার, ৩ হাজার আর ৪ হাজার রানের রেকর্ডও ভেঙেছিলেন মেধাবী ক্রিকেটার হাশিম আমলা। কিংবদন্তী ক্রিকেটার ভিভ রিচার্ডসের কাছ থেকে ৩ হাজার ও ৪ হাজার রানের রেকর্ড কেড়ে নিয়েছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসআর
নিউজবাংলাদেশ.কম