স্পিনার সোহাগ গাজীর ৫ উইকেট শিকার
ঢাকা: মঙ্গলবার ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে বল হাতে একাই পাঁচ উইকেট শিকার করেছেন স্পিনার সোহাগ গাজী । গত ৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বৈধতা ফিরে পান বাংলাদেশের স্পিনার সোহাগ গাজী। আইসিসির নেয়া বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হবার পর থেকে বল হাতে ক্রমেই দারুণ ভয়ঙ্কর হয়ে উঠছেন এ টাইগার স্পিনার।
বিকেএসপির দুই নম্বর গ্রাউন্ডে বরিশালের প্রথম ইনিংসে করা ২৩৫ রানের জবাবে মঙ্গলবার ব্যাট করতে নেমে ২৪৭ রানে অলআউট হন রাজশাহীর ব্যাটসম্যানরা। রাজশাহীর পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন তারেক খান। এছাড়া দলটির পক্ষে মিজানুর রহমান ৩৯, জুনায়েদ সিদ্দিকী ৫৮ ও মোহাইমিরুল খান ২৭ রান করেন।
বরিশালের পক্ষে স্পিনার সোহাগ গাজী ৪১.২ ওভার বল করে মাত্র ১০৬ রানে একাই পাঁচটি উইকেট শিকার করেন। এছাড়া কামরুল ইসলাম তিনটি ও নাসুম আহমেদ নেন দুই উইকেট।
দ্বিতীয় দিনের খেলা শেষে বরিশাল এক উইকেটে ২৫ রান করে। শাহরিয়ার নাফিস ২১ ও ফজলে রাব্বি ৪ রানে অপরাজিত আছেন। এর আগে নিজেদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২৩৫ রানে অলআউট হয় বরিশাল।
নিউজবাংলাদেশ.কম/এসএস/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম