ওয়ানডে শীর্ষস্থান হারালেন সাকিব
ঢাকা: ক্রিকেটারদের ব্যক্তিগত র্যাংকিং চালু হওয়ার পর ক্রিকেট ইতিহাসে প্রথম কোন ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটে সেরা অলরাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেন সাকিব আল হাসান। তবে বাংলাদেশের এ গৌরব এবার ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ অলরাউন্ডারের মর্যাদা হারালেন।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে চলতি আইসিসির ক্রিকেট বিশ্বকাপে ব্যাট-বলে দারূণ নৈপুণ্য দেখিয়ে সোমবার সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন লংকান অলরাউন্ডার তারকা তিলকারত্নে দিলশান। চার ম্যাচে ২২৯ রান ও ৩ উইকেট নিয়ে দিলশান সাকিবকে ছাড়িয়ে যান।
বর্তমানে ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে থাকা দিলশানের অর্জন ৪০৯ পয়েন্ট। ১০ পয়েন্ট পিছিয়ে থেকে তারপরেই সাকিকের অবস্থান। দিলশানের কাছে ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থান হারালেও টেস্ট ও টি২০ অলরাউন্ডারদের তালিকায় যথারীতি শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান।
নিউজবাংলাদেশ.কম/ এসএস/ এমএম
নিউজবাংলাদেশ.কম