ক্লার্কের পর কে?
ঢাকা: অনুমিত হলেও ঘটনাটা ঘটেছে আচমকাই।
বিশ্বকাপের প্রাক ফাইনাল সংবাদ সম্মেলনে কথা বলতে এসেছিলেন মাইকেল ক্লার্ক। সেখানেই জানিয়ে দিলেন, রঙিন পোশাকের ক্রিকেটে আর নয়। বিদায় বলার এটাই মোক্ষম সময়। কেননা আগামী বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়াটা আমার জন্য বাস্তবসম্মত কোনো চিন্তা নয়।
ফলে মেলাবোর্নেই ওয়ানডেতে ক্লার্কের শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে। যে কারণে শূন্য হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের অধিনায়কত্বের আসন। কিন্তু কে দখল করবেন ক্লার্কের শূন্য সেই জায়গা? আপাতত তিনটি নাম সামনে আসছে। তারা হলেন স্টিভ স্মিথ, জর্জ বেইলি ও ডেভিড ওয়ার্নার।
স্টিভ স্মিথ:
এই গ্রীষ্মে ক্লার্কের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়ে দারুণ নজর কেড়েছেন স্টিভ স্মিথ। ব্যাট হাতেও দুর্দান্ত ধারাবাহিক। ভারতের বিপক্ষে চার টেস্টে চারটি সেঞ্চুরি করেছেন। এরপর বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে নিপুন আরেকটি সেঞ্চুরি উপহার দেন অসিদের নাম্বার থ্রি ব্যাটার। বয়সটাও স্মিথকে ভরসা যোগাচ্ছে। আসছে জুনে ২৬ বছরে পা দেবেন ভিক্টোরিয়ার প্রতিভা। সেক্ষেত্রে ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপ পর্যন্ত অসিদের নেতৃত্ব দিতে আদর্শ নাম স্মিথই।
জর্জ বেইলি:
এমনিতে জর্জ বেইলি শান্ত ও ধীর স্বভাবের। অধিনায়কত্ব করার জন্য সব গুণাবলীই আছে তার। অস্ট্রেলিয়ার হয়ে রেকর্ডটাও খুব মন্দ নয়। দলকে ৫৭ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে ২৯টি জয় তুলে নিয়েছেন। ক্লার্কের অনুপস্থিতিতে এই বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে খেলায় অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন তিনি, দল জয়ের মুখও দেখে। ব্যাট হাতে ৪২ এর ওপর গড়। মিডিয়া সমালাতেও দক্ষ। কিন্তু বয়সটা তার পক্ষে নয়। আগামী বিশ্বকাপ আসতে আসতে বয়সটা ৩৬-এ গিয়ে ঠেকবে তার।
ডেভিড ওয়ার্নার:
না, অধিনায়কত্বের শক্ত আসনের জন্য অস্ট্রেলিয়া দলে কখনোই কড়া দাবিদার ছিলেন না ডেভিড ওয়ার্নার। কেননা নানা সময়ে বিতর্কের সৃষ্টি করেন তিনি। তবে তার কড়া মেজাজ ও আগ্রাসী ব্যাটিং দলের জন্য কখনো আলাদা উদ্দিপনা নিয়ে আসে। সেই হিসেব বিবেচনায় রেখে দু-একজন বাঁহাতি ওপেনারের নাম সিলেকশন বোর্ডে তুলছেন।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম