News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:০৮, ২৮ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৪, ১৮ জানুয়ারি ২০২০

অবশেষে অবসর নিচ্ছেন ক্লার্ক

অবশেষে অবসর নিচ্ছেন ক্লার্ক

ঢাকা: আগেই অনুমান করা হয়েছিল। এবার তা সত্যি প্রমাণ করলেন মাইকেল ক্লার্ক। শেষ পর্যন্ত ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।

মেলবোর্নে ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল খেলেই অবসর নিচ্ছেন অসি অধিনায়ক। শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান ৩৩ বছর বয়সী এ ক্রিকেটার।

সম্প্রতি ব্যাটিংয়ে ধার হারানো, ঘনঘন চোটের প্রকোপ, প্রধান কোচ ড্যারেন লেহম্যান ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান নির্বাচক রডনি মার্শের সঙ্গে দ্বন্দ্বের কারণে ওয়ানডে থেকে ক্লার্কের বিদায় নেয়াটা কেবল সময়ের অপেক্ষা ছিল। তারপরও ৫০ ওভারি ক্রিকেট চালিয়ে যেতে চেয়েছিলেন অসি দলপতি। কিন্তু টিম ম্যানেজমেন্ট বারবার এই ইঙ্গিত দিচ্ছিল যে বিশ্বকাপের পরই দল থেকে ছেঁটে ফেলা হতে পারে ক্লার্ককে। এই অবস্থায় ঘটনা ঘোলাটে হওয়ার আগেই অবসরের সিদ্ধান্ত নিলেন প্যান্টার খ্যাত ক্রিকেটার।

অবশ্য একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও টেস্ট খেলাটা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ক্লার্ক। মেলবোর্নে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের আগের দিন অসি অধিনায়ক বললেন, “অস্ট্রেলিয়ার হয়ে রোববারই আমার শেষ ম্যাচ। কোচ, নির্বাচক এবং সতীর্থদের জানিয়ে দিয়েছি সে কথা। পরবর্তী বিশ্বকাপের জন্য এখন থেকে নতুন অধিনায়ককে সময় দেয়া উচিত। চার বছর আগে আমিও একই সুযোগ পেয়েছিলাম। এ বার টেস্টে পুরোপুরি মনোনিবেশ করতে চাই।”

জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ২৪৪টি ম্যাচ খেলেছেন ক্লার্ক। আটটি সেঞ্চুরি এবং ৫৭টি হাফ সেঞ্চুরিসহ করেছেন ৭৯০৭ রান। ব্যাটিং গড় ৪৪.৪২। সর্বোচ্চ সংগ্রহ ১৩০। তার অধিনায়কত্বে ৭৩টি ম্যাচের মধ্যে ৪৯টিতে জিতেছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্যারিয়ারের শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতে আপাতত একটা বড় ইনিংসের সঙ্গে অধিনায়ক হিসাবে মোট জয়ের হাফ সেঞ্চুরির দিকেই তাকিয়ে মাইকেল ক্লার্ক।

নিউজবাংলাদেশ.কম/এফকে/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়