জাতীয় লিগে মেহেদীর সেঞ্চুরি সাকলাইনের ৫ উইকেট
ঢাকা : ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের ৬ষ্ঠ রাউন্ডের খেলায় প্রথম দিনেই সেঞ্চুরি হাকিয়েছেন খুলনার ব্যাটসম্যান মেহেদী হাসান। বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে প্রথম দিনের খেলা শেষে ৫ উইকেটে ২৯৯ রান সংগ্রহ করেছে তারা। অন্যদিকে বিকেএসপির ২ নম্বর গ্রাউন্ডে অপর খেলায় রাজশাহীর বিপক্ষে বরিশাল বিভাগ ২৩৫ রানে অলআউট হয়েছে।
সোমবার বিকেএসপিতে ঢাকা মেট্রোর বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে শহীদের বলে শুরুতেই ওপেনার ইমরুল কায়েসকে হারায় খুলনা। শুন্য রানে উইকেট হারানোর চাপ সামলিয়ে প্রথম দিন বেশ ভালোই জবাব দিয়েছে খুলনার ব্যাটসম্যানরা। প্রথম দিনের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৯৯ রান।
ওপেনার মেহেদী হাসান ২০৫ বল খেলে একাই করেছেন ১৪০ রান। এতে ২০টি বাউন্ডারি ও দুটি ছক্কা রয়েছে। এছাড়া আবু বক্কর সিদ্দীক ২৪, তুষার ইমরান ৬৯ ও মিথুন ৩৬ রান করে সাজঘরে ফেরেন। প্রথম দিনের খেলা শেষে নূরুল হাসান ১২ ও জিয়াউর রহমান ৮ রানে অপরাজিত আছেন।
বল হাতে ঢাকার পক্ষে শরিফউল্লাহ সর্বোচ্চ দুটি উইকেট নেন। এছাড়া শহীদ,ইলিয়াস সানী ও মেহরাব হোসেন জুনিয়ার নেন একটি করে উইকেট।
২ নম্বর গ্রাউন্ডে রাজশাহীর বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে মূলত সাকলাইন সজীবের ‘বিষাক্ত’ স্পিন ছোবলে ২৩৫ রানে অলআউট হয়েছে রবিশাল। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান সংগ্রহ করেছেন সোহাগ গাজী। এছাড়া সাইফ হাসান ৪১, মুসাদ্দেক হাসান ৩২ ও শাহিন হাসান ৩০ রান করেন।
বল হাতে রাজশাহীর সাকলাইন সজীব একাই নেন ৫টি উইকেট। এছাড়া সানজামুল ইসলাম নেন দুটি উইকেট।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ৩২ রান সংগ্রহ করেছে রাজশাহী। ওপেনার মাইশিকুর রহমান ৯ রানে রাজঘরে ফেরেন। প্রথম দিনের খেলা শেষে মিজানুর রহমান ২১ ও জুনায়েদ সিদ্দিকী ১ রানে ক্রিজে আছেন।
নিউজবাংলাদেশ.কম/এসএস/একে
নিউজবাংলাদেশ.কম