News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:০৬, ১০ ফেব্রুয়ারি ২০১৫
আপডেট: ০১:১১, ২১ জানুয়ারি ২০২০

সাফল্যের পুরস্কার

ক্রুইফই থাকছেন দ্বায়িত্বে

ক্রুইফই থাকছেন দ্বায়িত্বে

কথা ছিল বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট শেষ করেই চলে যাবেন। ক্রুইফকে দীর্ঘমেয়াদী দায়িত্ব দেয়ার কোন চিন্তা-ভাবনাই নেই বাফুফের। তবে বদলে গেছে ‍দৃশ্যপট। বাংলাদেশকে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে রানার্স আপ করা ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের উপরই আস্থা রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
সোমবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানালেন,‘ক্রুইফই থাকছেন বাংলাদেশ দলের দ্বায়িত্বে। বুধবার দেশ ছেড়ে গেলেও মার্চে আবারো আসছেন তিনি। এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের কোচের দ্বায়িত্ব পালন করবেন ক্রুইফ।’
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট-২০১৬ এর বাছাই পর্বের পশ্চিম অঞ্চলের ‘ই’ গ্রুপের খেলাগুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশে। বাছাইপর্বে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে রয়েছে-সিরিয়া, উজবেকিস্তান ও ভারত। এশিয়াকে দু’টি ভাগে বিভক্ত করে ১০টি গ্রুপে বাছাই পর্বের খেলা হবে।
আর ১৫ দল নিয়ে কাতারে ২০১৬ সালে অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের মূল পর্ব অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।  মূলপর্ব হবে ২০১৬ সালের জানুয়ারিতে। টুর্নামেন্টের সেরা তিন দল খেলার সুযোগ পাবে ২০১৬ রিও ডি জেনিরো অলিম্পিকে। আগামী ২৭-৩১ মার্চ ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়াম অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্টটি।
বাফুফে ক্রুইফকে রাখতে রাজি। তবে ডাচ কোচের মতামত কি? তিনি বলেছেন,   ‘অানুষ্ঠানিক যোগাযোগ করলে আমি বাংলাদেশের সাথে কাজ করতে রাজি আছি।’ বাফুফে সূত্র থেকে জানা গেছে, টুর্নামেন্ট শুরু ১২ দিন আগে থেকেই অনূর্ধ্ব দলটির দ্বায়িত্ব গ্রহণ করবেন ক্রুইফ।

কেআর/

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়