News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:১১, ২৫ মার্চ ২০১৫
আপডেট: ১৮:১২, ১৮ জানুয়ারি ২০২০

সেই ‘নো বল’ নিয়ে রোহিত যা বললেন

সেই ‘নো বল’ নিয়ে রোহিত যা বললেন

ঢাকা: আগামীকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে মাঠে নামবে ভারত। তার আগের দিন অর্থাৎ, বুধবারে দলের প্রস্তুতি ও প্রতিপক্ষ নিয়ে কথা বললেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

সেই সংবাদ সম্মেলনে উঠে এলো কোয়ার্টার ফাইনালের বাংলাদেশ ম্যাচ প্রসঙ্গও। আলোচিত যে ম্যাচে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে জীবন পান রোহিত। আর কথিত ‘নো’ বলের সৌজন্যে বাংলাদেশের চূড়ান্ত সর্বনাশ করেন। যদিও বিষয়টিকে খেলার অংশ হিসেবেই দেখছেন টিম ইন্ডিয়ার ব্যাটসম্যান।

শেষ আটের খেলায় রোহিত শর্মা ক্যাচ আউট হয়েও বেঁচে যান। ইনিংসের মাঝ পথে রুবেল হোসেনের করা বল দুই ফিল্ড আম্পায়ার ইয়ান গোল্ড ও আলিম দার ‘নো ডাকা’য় অপরাজিত থাকেন ভারতীয় ওপেনার। এরপর বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হয়ে সেঞ্চুরিও তুলে নেন তিনি। দলের রানরেটটাও বাড়িয়ে নেন। যা ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়।

এই বিষয়টি ক্ষুব্ধ করে বাংলাদেশের মানুষকে। আইসিসি পক্ষপাত করছে, ভারতকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে এমন অভিযোগ ওঠে চারদিকে। বিষয়টি আরো রঙ ছড়ায় আইসিসির সভাপতি আ হ ম মোস্তফা কামাল বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে। তাছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিষয়টি নিয়ে আপত্তির কথা জানান।

অসি মহারণের আগে বুধবার এই বিষয়টি উঠে আসলো রোহিত শর্মার সামনে। বিষয়টি নিয়ে তার ভাষ্য, “আমি জানি না ওই বলটি নো ডাকায় বাংলাদেশে কী হয়েছে। তবে এটা খেলারই অংশ। কখনো আপনি কিছু মেনে নেবেন। আর কখনো সেটা আপনার মনঃপুত হবে না।”

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়