News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৩, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ২৩:২৯, ৩০ জানুয়ারি ২০২০

অশ্রু চোখে ভিলিয়ার্স বললেন দুঃখ নেই!

অশ্রু চোখে ভিলিয়ার্স বললেন দুঃখ নেই!

ঢাকা: চলতি বিশ্বকাপের প্রথম সাত ম্যাচ পর ক্রিকেটবোদ্ধাদের অভিমত ছিল এই দক্ষিণ আফ্রিকা ভিন্ন ধাতুতে গড়া।

উত্থান-পতন থাকলেও ‘চোক’ করার অভ্যাস নেই যাদের। ক্রিকেটের তিন ডিপার্টমেন্টেই শক্তিশালী যারা। কিন্তু এতো এতো তারকা ক্রিকেটার থাকার পরও আরেকবার সেমিফাইনালের হার্ডলেই থামতো হলো প্রোটিয়াসদের।

মঙ্গলবার অকল্যান্ডের ইডেন পার্কে রুদ্ধশ্বাস ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরেছে তারা। তবে হারের পরও দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের নাকি কোন দুঃখ নেই! যদিও সেসময় অশ্রু চিকচিক করছিল এবিডির চোখে।

কিউইদের কাছে স্বপ্নহারা হওয়ার পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভিলিয়ার্স বললেন, “আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করেছি। হারার কারণে কোনো দুঃখ নেই। কিন্তু এটা অবশ্যই আমাদের পোড়াবে। এই ধাক্কা কাটাতে অনেকটা সময় লাগবে। তবে সবচেয়ে খারাপ বিষয় হলো আমরা আমাদের জন্য ম্যাচটি খেলতে পারিনি।”

ভক্ত ও দর্শকদের নিয়ে বলতে গিয়ে ডি ভিলিয়ার্সের বক্তব্য, “আমরা তাদের জন্যই খেলি। আমার ধারনা হারের পরও তারা আমাদের নিয়ে গর্ব করতে পারে। নিজেদের সবটুকুই দেয়ার চেষ্টা করেছি আমরা।” শেষে বিজয়ী দলকে অর্থাৎ, ফাইনালে নাম লেখানো নিউজিল্যান্ডকেও শুভেচ্ছা জানান এবিডি।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়