দ্বিতীয় সেমিতে ৭০০ রান!
ঢাকা: আগামী বৃহস্পতিবার ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নাকি রানের মচ্ছব চলবে! অসি কোচ ড্যারেন লেহম্যানের বিশ্বাস সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পিচ অনেক রান উপহার দেবে। এমনকি তা ৭০০ রানেরও বেশি হতে পারে!
মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে লেহম্যান বলেন, “আমার মনে হয় সিডনির পিচ অনেকটা শ্রীলঙ্কা ম্যাচের মতোই হবে। যে ম্যাচটিতে ৭০০ এর বেশি রান হয়েছিল। সুতরাং আরেকটি রান উৎসবের ম্যাচ হতে যাচ্ছে সম্ভবত।”
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচে অস্ট্রেলিয়ানরা প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৭৬ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে লঙ্কানরাও কম যায়নি। তারা সংগ্রহ করে ৩৩০ রান। হারে ৪৬ রানের ব্যবধানে।
ঐতিহ্যগতভাবে সিডনির পিচে স্পিন ধরে। তবে অস্ট্রেলিয়ান পেসার জোস হ্যাজলউড বলছেন লঙ্কা ম্যাচে এখানকার পিচে বৈচিত্র্য দেখা গেছে। ফাস্ট বোলাররাও অনেকটা সুবিধা পেয়েছে। অস্ট্রেলিয়ানরাও তাই চাইছে। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে পেসাররা যেন সুবিধা পান।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম