দু প্লেসি-ভিলিয়ার্সে এগোচ্ছে দ. আফ্রিকা
ঢাকা: তিন উইকেট হারানোর পর ফাফ দু প্লেসি ও এবি ডি ভিলিয়ার্সের ব্যাটে ভর করে এগিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। শুরুতেই নিউজিল্যান্ডের পেসার বোল্টের জোড়া আঘাতের পর কোরি অ্যান্ডারসনের এক উইকেট দ. আফ্রিকাকে চাপে ফেললেও তা ভালোভাবেই সামাল দিয়েছেন ডি ভিলিয়ার্স।
৩৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ২১৬ রান। ফাফ দু প্লেসি ৮২ ও এবি ডি ভিলিয়ার্স ৬০ রানে ব্যাট করছেন।
দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে ওপেনার হাশিম আমলা ব্যক্তিগত ১৯ রান করে ট্রেন্ট বোল্টের বলে সরাসরি বোল্ড হন। দলীয় রান তখন ৩.৪ ওভারে মাত্র ২১। এরপর দলীয় ৩১ রানের মাথায় ট্রেন্ট বোল্ডের বলে কুইন্টন ডি কুক মাত্র ১৪ রান করে দাউদির হাতে ক্যাচ দেন। দলীয় ২৭তম ওভারের প্রথম বলে অ্যান্ডারসনের বলে গাপটিলের হাতে ক্যাচ দেন রিলে রুশো (৩৯)।
এর আগে মঙ্গলবার অকল্যান্ডের ইডেন পার্কে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোর স্বপ্ন নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবিডি ভিলিয়ার্স।
বিশ্বকাপে বরাবরই নকআউট পর্বের ফাড়া কাটাতে ব্যর্থ হয়েছে প্রোটিয়ারা। এ কারণে কপালে জুটেছে ‘চোকার’ উপাধি। এবার তাই ‘চোকার’ নাম ঘুচাতে চান ডি ভিলিয়ার্স-আমলা বাহিনী। কিন্তু দুর্দান্ত ফর্মে থাকা স্বাগতিক নিউজিল্যান্ড কি তাদের সেই স্বপ্ন পূরণ করতে দেবে?
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই
নিউজবাংলাদেশ.কম