News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০১:৫৮, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ১৬:৫৩, ১৮ জানুয়ারি ২০২০

টস জিতে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা

টস জিতে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা

ঢাকা: বিশ্বকাপের প্রথম রোমাঞ্চকর সেমিফাইনালে টস জিতে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ২ উইকেটে ৬১ রান সংগ্রহ করেছে তারা।

মঙ্গলবার অকল্যান্ডের ইডেন পার্কে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোর স্বপ্ন নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমি ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা এ পর্যন্ত নয় বার বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে। কিন্তু এখন পর্যন্ত একবারও ফাইনালে উঠতে পারেনি দেশটি। এবার তাদের লক্ষ্য সেমিতে জিতে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালের খেলবে।

বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে এশিয়ার অন্যতম ক্রিকেট পরাশক্তি শ্রীলংকাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে এবি ডি ভিলিয়ার্সরা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৩ রানের বড় ব্যবধানে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করে স্বাগতিক নিউজিল্যান্ড।

বিশ্বকাপে বরাবরই নকআউট পর্বের ফাঁড়া কাটাতে ব্যর্থ হয়েছে প্রোটিয়ারা। এ কারণে কপালে জুটেছে ‘চোকার’ উপাধি। এবার তাই ‘চোকার’ নাম ঘোঁচাতে চান ডি ভিলিয়ার্স-আমলা বাহিনী। কিন্তু দুর্দান্ত ফর্মে থাকা স্বাগতিক নিউজিল্যান্ড ছাড় দেবে না তাদের।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কেন উইলিয়ামসন, রস টেইলর, গ্র্যান্ট ইলিয়ট, লুক রঞ্চি (উইকেটরক্ষক), কোরি অ্যান্ডারসন,ড্যানিয়েল ভেট্টরি, ম্যাট হেনরি, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

দক্ষিণ আফ্রিকা একাদশ: হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), ডেভিড মিলার, রিলে রুশো, জেপি ডুমিনি, ডেল স্টেইন, ভারনন ফিল্যান্ডার, মরনে মরকেল ও ইমরান তাহির।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়