News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৪, ১ মার্চ ২০১৫
আপডেট: ১৮:৫০, ১৭ জানুয়ারি ২০২০

ম্যাচ জেতাতে চান সাব্বির

ম্যাচ জেতাতে চান সাব্বির

ঢাকা: বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য ছিলো মাত্র দুটি ম্যাচ জয়। সম্ভব হলে দ্বিতীয় রাউন্ডের খেলার স্বপ্ন ছিলো টিম বাংলাদেশের। তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে এ গ্রুপে পয়েন্ট টেবিলে বাংলাদেশ তৃতীয়। তাই স্কটল্যান্ডের বিপক্ষে জিতে আরও এগিয়ে যেতে চান মাশরাফিরা। রোববার এমন কথাই জানিয়েছেন অলরাউন্ডার সাব্বির রহমান রুম্মন।

শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। তার ৫৩ রানের ইনিংস ম্যাচ জেতাতে পারেনি বাংলাদেশকে। তাই পরের ম্যাচে দলের প্রয়োজনে আরও ভালো করে দলকে জেতাতে চান তরুণ এ অলরাউন্ডার।

শ্রীলংকার সঙ্গে হারের পর প্রায় এক সপ্তাহ বিরতি শেষে ৫ মার্চ স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। সেই প্রস্তুতি নিয়ে জানতে চাইলে সাব্বির রহমান বলেন, “আমাদের প্রস্তুতি ভালো ছিলো, পরের ম্যাচেও ভালো থাকবে। হ্যাঁ, একটা ম্যাচ হারের পর পরের ম্যাচটা আমাদের জন্য কঠিন হয়। স্কটল্যান্ড ম্যাচটা অনেক বড় ম্যাচ। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবুও আমরা তাদের হারাতে চাই। আশা করছি অবশ্যই আমরা হারাতে পারবো।”

এ কন্ডিশনে বাংলাদেশের রেকর্ড ভালো না, আপনাদের পরিকল্পনা কি? এ প্রশ্নের জবাবে সাব্বির রহমান বলেন, “আমরা ভালো ক্রিকেট খেলছি। পরের ম্যাচে ভালো খেলবো ইনশাআল্লাহ।”

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার-নিউজিল্যান্ড কন্ডিশনে ছোট ছোট দলগুলো বড় দলকে হারাচ্ছে। স্কটল্যান্ড নিয়ে কী ভাবছেন, এমন প্রশ্নে সাব্বির বলেন, “প্রতিবারই বিশ্বকাপে ছোট দলগুলো বড় দলকে হারায়, এটাই বাস্তব। আসলে ক্রিকেটে এমনটা হয়। আর ক্রিকেটে সবকিছুই সম্ভব। ভালো কিছু দিতে পারলে আমাদের সামনে যে বড় দলগুলোর সঙ্গে খেলা আছে, তাদের হারাতে পারবো আমরা।”

এ মাঠে যে দুটি ম্যাচ হয়েছে, সে ম্যাচগুলো কঠিন প্রতিদ্বন্দ্বীতার হয়েছে, এ বিষয়ে আপনি কী বলবেন জানতে চাইলে তিনি বলেন, “এ রকম কোনো টেনশন আমাদের নেই। আমরা ভালো ক্রিকেট খেলেই স্কটল্যান্ডকে হারাতে চাই।”

নিজের লক্ষ্য নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমার প্রথম ইচ্ছা নিজে ভালো করার চেয়ে দলের প্রয়োজনে ভালো খেলা। আমি ভালো করলাম কিন্তু দল জিতলো না তাতে লাভ কী? সত্যি বলতে আমার চিন্তা ভালো খেলে দলকে জেতানো এবং সেই চিন্তা নিয়েই খেলবো।”

বাংলাদেশ ও স্কটল্যান্ডের মধ্যে পার্থক্য কী? এমন প্রশ্নে সাব্বির বলেন, “দুই দলের মধ্যে ওরা স্পিনে দুর্বল। আমাদের ভালো স্পিনার আছে। আমরা সুবিধা করতে পারবো। এটা আমাদের জন্য সুবিধা হতে পারে। তবে পরের ম্যাচে কয়জন স্পিনার খেলতে এটা ম্যানেজমেন্ট বলতে পারবে। আমাদের যে টিম আছে সেটা অনেক ভালো।”

স্কটল্যান্ডের খেলা নিয়ে কোনো পরিকল্পনা অথবা তাদের কোনো খেলার ভিডিও নিয়ে টিম বাংলাদেশের মধ্যে কোনো স্টাডি হয়নি বলে জানান জাতীয় দলের তরুণ এ অলরাউন্ডার।

নিউজবাংলাদেশডটকম/এসএস/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়