জাতীয় স্কুল হকিতে চ্যাম্পিয়ন খঞ্জনপুর স্কুল
ঢাকা: ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জয়পুরহাট খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়।
সোমবার মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ফাইনালে ঢাকার আরমানিটোলা স্কুলকে ১-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় খঞ্জনপুর স্কুল।
ম্যাচের মাত্র ৯ মিনিটেই শাহাবের গোলে এগিয়ে যায় আরমানিটোলা স্কুল। দ্বিতীয়ার্ধে আর নিজেদের ধরে রাখতে পারেনি পুরনো ঢাকার খেলোয়াড়রা। ৩৫ মনিটে দারুণ প্লেসিং হিটে খেলায় সমতা আনে খঞ্জনপুরের ফাহিম ফয়সাল। এরপরই আরমানিটোলার খেলোয়াড়রা সমন্বয় হারিয়ে ফেলে। তাদের এই এলোমেলোর সুযোগ নিয়ে ৪৪ মিনিটে জয়সূচক গোলটি করেন খঞ্জনপুরের মানিক উদ্দিন ফকির।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-১ গোলের জয় নিয়েই শিরোপা ছোঁয়ার স্বপ্ন পুরণ করে জয়পুরহাট খঞ্জনপুর স্কুল। চ্যাম্পিয়ন খঞ্জনপুর ৩ লাখ, রানার্স আপ আরমানিটোলা ২ লাখ ও তৃতীয় স্থান অর্জনকারী চট্টগ্রাম জেএমসেন স্কুলকে এক লাখ টাকা আর্থিক পুরস্কার দেয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসএস/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম