ক্রিকেটাররা যাবেন গ্রামের বাড়িতে
ঢাকা: আগামী দু-একদিনের মধ্যেই ক্রিকেটাররা নিজ নিজ গ্রামের বাড়িতে প্রিয়জনদের সাথে দেখা করতে যাবেন। জাতীয় দলের অধিনায়ক মাশরাফি যাবেন নড়াইল। মুশফিক যাবেন বগুড়ায়। সাকিব মাগুরায় আর মুমিনুল যাবেন কক্সবাজারে।
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার/বুধবারের মধ্যেই তারা নিজ নিজ গ্রামের বাড়িতে চলে যাবেন।
বিশ্বকাপ মিশন শেষ করে রোববার রাতে ঢাকা ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সোমবার সারাদিন ঢাকায় প্রিয়জনদের সাথে আনন্দে কাটান তারা।
মুশফিকুর রহিমের বাবা নিউজবাংলাদেশ.কমকে জানিয়েছেন,“অসুস্থতার কারণে ছেলেকে দেখতে যেতে পারিনি। দুএক দিনের মধ্যেই মুশফিক বাড়িতে আসবে।”
গ্রামের বাড়ি যাবার বিষয়ে মুমিনুল বলেন,“মঙ্গলবার বাড়িতে যাব। সেখানে পরিবারের সাথে সাত/আটদিন থাকব, তারপর ঢাকায় ফিরে আসব।”
অন্য ক্রিকেটাররাও গ্রামের বাড়িতে যাবেন বলে তাদের পারিবারিক সূত্র জানায়।
বিশ্বকাপ শেষে দেশে ফেরায় তারা প্রায় দুসপ্তাহ ছুটি পেয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এসএস/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম