News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৩, ২৩ মার্চ ২০১৫
আপডেট: ১০:০৫, ১ মার্চ ২০২০

ভক্তদের কাছে মাশরাফির দুঃখ প্রকাশ

ভক্তদের কাছে মাশরাফির দুঃখ প্রকাশ

ঢাকা: অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ শেষে রোববার রাতে ঢাকায় ফিরেছেন টাইগাররা। বিশ্বকাপ মিশন জয় করে দেশে ফেরা বাংলাদেশ ক্রিকেটারদের ফুল দিয়ে বরণ করতে কয়েক হাজার ক্রিকেট ভক্ত বিমান বন্দরে উপস্থিত হয়েছিলেন।

প্রিয় ক্রিকেট তারকাদের না দেখেই বাসায় ফিরতে হয়েছে টাইগার সমর্থকদের। ভীষণ ইচ্ছা থাকার পরও নিরাপত্তা ও রাস্তায় যানজটের কারণে রাতে ভক্তদের সাথে দেখা করতে পারেননি মাশরাফিরা। ভক্তদের সাথে দেখা করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন টাইগার সেনাপতি।  

সোমবার নিজ ফেসবুকে তিনি দুঃখ প্রকাশ করে লিখিছেন,“সবার সাথে দেখা করার অনেক ইচ্ছা ছিল... রাস্তায় জ্যাম থাকার কারণে নামতে পারিনি । আমি খুবই দুঃখিত।”

মাশরাফির দুঃখ প্রকাশের পর তার ফেসবুক গত ২১ ঘণ্টায় লাইক পড়েছে এক লাখ ১৭ হাজার ৫শত ৬৬। এতে তার প্রিয় ভক্তরা অনেক কিছুই লিখেছেন।

নিউজবাংলাদেশ.কম/এসএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়