ভারতীয় বোলারদের প্রশংসায় চ্যাপেল
ঢাকা: এই বিশ্বকাপে ভারতীয় পেসাররা নিজেদের নতুন করে চিনিয়েছেন।
ব্যাটসম্যান প্রধান টিম ইন্ডিয়াকে বোলিংয়ের দ্যুতিতে ঝলমলে করে তুলেছেন। ক্রিকেটের সর্বোচ্চ আসরের প্রথম সাত ম্যাচেই প্রতিপক্ষকে অলআউট করার অনন্য নজির দেখিয়েছে মোহাম্মদ সামি, মোহিত শর্মা ও উমেশ যাদবরা। ফলে ভারতীয় বোলারদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেল।
এক সাক্ষাৎকারে চ্যাপেল বলেন, “ছয় সপ্তাহ আগে এটা কেউ কল্পনাও করতে পারেনি যে বিশ্বকাপের প্রথম সাত ম্যাচে ভারতীয় বোলাররা ৭০ উইকেট দখল করতে পারবে। কিন্তু তারা সেটা করে দেখিয়েছে। এটা সম্ভব হয়েছে তাদের ভারতীয় বোলারদের অটল মানসিকতা ও স্বাভাবিক খেলার জন্য।”
এরপর বাংলাদেশের বিপক্ষে রোহিত শর্মার খেলা ১৩৭ রানের ইনিংসটি প্রশংসা করে চ্যাপেল বলেন, “অরবিন্দ ডি সিলভা শ্রীলঙ্কাকে শিরোপা জেতাতে নিপুণ একটি সেঞ্চুরি উপহার দিয়েছিল। সেটা ছিল তার প্রতিভার স্ফূরণে রঙিন। বাংলাদেশের বিপক্ষে রোহিতের সেঞ্চুরিটিও তেমনি তার আপন দ্যুতিতে ভাস্কর।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম