News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৮, ২৩ মার্চ ২০১৫
আপডেট: ১৬:৫০, ১৮ জানুয়ারি ২০২০

রিয়াজের জরিমানা শোধ করবেন লারা!

রিয়াজের জরিমানা শোধ করবেন লারা!

ঢাকা: গেল শুক্রবার পাকিস্তান-অস্ট্রেলিয়া কোয়ার্টার ফাইনালে দারুণ উত্তেজনা ছড়িয়েছিল। স্লেজিং আর স্নায়ুক্ষয়ী মুহূর্তে পরিস্থিতিকে আরো উপভোগ্য করেছিলেন পাক অলরাউন্ডার ওয়াহাব রিয়াজ ও অসি ক্রিকেটার শেন ওয়াটসন। এজন্য দু জনের ওপরই শাস্তি আরোপ করে আইসিসি। ম্যাচ ফি থেকে জরিমানা গুণতে হয় দুজনকেই। কিন্তু এই বিষয়টি মানতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা।

এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ‘ত্রিনিদাদের বরপুত্র’ বলেন, “দু জনকেই জরিমানা করাটা হাস্যকর। কেননা এরকম মুহূর্ত উপভোগ করতেই ভালোবাসি আমরা। এটাই বিশ্বকাপের একটা চরিত্র। কেননা একজন ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করছিল, যখন শেন ওয়াটসনকে স্কুলের শিশুর মতো লাগছিল। কিন্তু শেষের দৃশ্যে দু জনকেই জরিমানা করাটা একেবারে অবিশ্বাস্য।”

এই বিশ্বকাপে ফক্স স্পোর্টসের হয়ে কাজ করা লারা বলেন, “ওয়াটসন ও রিয়াজের সেই বাক্যবিনিময় ভালো লেগেছে আমার। সত্যি কথা বলতে বিষয়টি নিয়ে আমি খুব চিন্তিত। এখন রিয়াজের সঙ্গে সাক্ষাৎ করতে চাই আমি। এজন্য আর অপেক্ষা বাড়াতে পারছি না। আর তার জরিমানা শোধ করতে ইচ্ছুক আমি।”

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়