News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৮, ১ মার্চ ২০১৫
আপডেট: ১৮:৫০, ১৭ জানুয়ারি ২০২০

ইংলিশদের বিপক্ষে শ্রীলংকার বড় জয়

ইংলিশদের বিপক্ষে শ্রীলংকার বড় জয়

ঢাকা: আইসিসির ক্রিকেট বিশ্বকাপে ‘এ’ গ্রুপের খেলায় ইংল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলংকা।

রোববার ইংলিশদের বিপক্ষে জয়ের জন্য ৩১০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে থিরিমান্নে ও সাঙ্গাকারার জোড়া সেঞ্চুরিতে ১৬ বল হাতে রেখেই ৯ উইকেটের বিশাল জয় পায় শ্রীলংকা।

ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ৩১০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দুর্দান্ত করে শ্রীলংকার দুই ওপেনার। লাহিরু থিরিমান্নে ও দিলশানের উদ্বোধনী জুটিতে শ্রীলংকার সংগ্রহ হয় ১০০ রান। ব্যক্তিগত ৪৪ রান করে ওপেনার দিলশান মঈন আলীর বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন।
 
এরপর আর কোন উইকেট হারাতে হয়নি লঙ্কানদের। ওয়ানডাউনে ব্যাট করতে নামা অভিজ্ঞ সাঙ্গাকারাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় জুটিতেই জয় নিশ্চিত করে থিরিমান্নে। দুই অপরাজিত ব্যাটসম্যান সাঙ্গাকারা আর থিরিমান্নের জোড়া সেঞ্চুরির ওপর ভর করে ৪৭.২ ওভারেই ১ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলংকা।

থিরিমান্নে ১৩৯ রানের ঝলমলে ইনিংসে খেলেছেন ১৪৩ বলে। এতে ১৩টি বাউন্ডারি ও দুটি ছক্কা মার রয়েছে। এছাড়া সাঙ্গাকারা মাত্র ৮৬ বলে অপরাজিত থাকেন ১১৭ রানে। তার ঝড়ো ইনিংসে ১১টি বাউন্ডারি ও দুটি ছক্কার মার রয়েছে। ইংলিশদের পক্ষে এক মাত্র উইকেটটি শিকার করেছেন মঈন আলী।

এর আগে ওয়েলিংটনে টসে জিতে ব্যাট করতে নেমে জো রুটের অসাধারণ সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৯ রান সংগ্রহ করে ইংলিশরা। রুট ১০৮ বলে ১২১ রানের ঝলমলে ইনিংস খেলেছেন। তার ইনিংসটি ১৪টি চার ও ২টি ছক্কায় মার রয়েছে।

এছাড়া ইংলিশদের পক্ষে ইয়ান বেল ৪৯, বাটলার ৩৯, মরগান ২৭ ও টেলরের ২৫ রানের সুবাদে ৩০৯ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড়ায় করায় ইংল্যান্ড। লঙ্কানদের পক্ষে বল হাতে ১টি করে উইকেট শিকার করেছেন মালিঙ্গা, লাকমাল, ম্যাথিউজ, দিলশান, হেরাথ এবং পেরেরা।

বিশ্বকাপে এ গ্রুপে চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ড। সমান খেলায় শ্রীলংকার সংগ্রহ ৬ পয়েন্ট। বিশ্বকাপের অন্যতম ফেবারিট ইংল্যান্ডের পয়েন্ট চার খেলায় মাত্র ২। তিন খেলায় ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানের রয়েছে বাংলাদেশ।

নিউজবাংলাদেশডটকম/ এসএস/ এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়