News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:০৯, ২৩ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৫, ১৮ জানুয়ারি ২০২০

পরিসংখ্যানে ‘এল ক্লাসিকো’

পরিসংখ্যানে ‘এল ক্লাসিকো’

ঢাকা: ন্যু ক্যাম্পে রোববারের এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারানোর পর স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরো সুসংহত করেছে বার্সেলোনা। এখন ২৮ রাউন্ড শেষে লস ব্লাঙ্কোসদের থেকে স্পষ্ট ৪ পয়েন্টের ব্যবধানে এগিয়ে লিওনেল মেসির দল। শীর্ষে থাকা কাতালনদের ঝুঁলিতে ৬৮ পয়েন্ট। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের দখলে ৬৪ পয়েন্ট।

১. রোববার প্রথমবারের মতো কোনো এল ক্লাসিকো বার্সার অধিনায়কত্ব করার সুযোগ পান আন্দ্রেস ইনিয়েস্তা।

২. স্প্যানিশ লা লিগার খেলোয়াড়দের মধ্যে লিওনেল মেসি এবার সবচেয়ে বেশি নয় বার গোলপোস্টে বল লাগান। গ্যারেথ বেল ও বেনজেমা ছয় বার করে তেকাঠির বারে বল লাগান। ক্রিশ্চিয়ানো রোনালদো এমন দুভার্গ্যের শিকার হয়েছেন চার বার।

৩. লা লিগায় দলগতভাবে রিয়াল মাদ্রিদ এবার প্রতিপক্ষের গোলপোস্টে সবচেয়ে বেশি প্রতিহত হয়েছে। সাকুল্যে এই সংখ্যাটা ২৩ বার।

৪. জেরেমি ম্যাথুউ রিয়াল মাদ্রিদের বিপক্ষে সর্বশেষ চার ম্যাচে তিনবারই গোল করার কৃতিত্ব দেখান। আর তার সবগুলো গোলই এসেছে হেডার থেকে।

৫. জেরেমি ম্যাথিউ, লিওনেল মেসি ও কার্লোস বাক্কা কার্লো আনচেলাত্তির দলের বিপক্ষে সবচেয়ে বেশি ৩টি করে গোল করার কৃতিত্ব দেখান।

৬. রবিবারসীয় মহারণে কিংবদন্তি রাউল গঞ্জালেসের পাশে বসেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এল ক্লাসিকোতে এখন ১৫টি করে গোল তাদের। রিয়ালের এই দুই কিংবদন্তির সামনে কেবল আলফ্রেড ডি স্টেফানো (১৮) ও লিওনেল মেসি (২১)।

৭. চলতি মৌসুমে করিম বেনজেমা গোলমুখী ক্রিশ্চিয়ানো রোনালদোকে সবচেয়ে বেশি পাস দিয়েছেন ও গোলের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এই সংখ্যাটা ৮।

৮. এল ক্লাসিকোতে সবচেয়ে বেশি অ্যাসিস্টের কৃতিত্ব লিওনেল মেসির। হাইভোল্টেজ এই দ্বৈরথে তার দলকে ১৩ বার অ্যাসিস্ট করেছেন এমএলটেন।

৯. এই মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচেই সবচেয়ে কম শতাংশ পজেশন রেখেছিল বার্সেলোনা। এই সংখ্যাটা ৫২.৩৬ শতাংশ।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়