বিশ্বকাপ থেকে ঝরে পড়লেন মিলনে
ঢাকা: গোড়ালির ইনজুরির কারণে চলতি বিশ্বকাপে আর খেলা হচ্ছে না নিউজিল্যান্ডের ফাস্ট বোলার অ্যাডাম মিলনের।
ব্লাক ক্যাপস পেসার গেল দুই সপ্তাহ ধরে গোড়ালির সমস্যায় ভুগছেন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে সেই ইনজুরিটা আরো বেড়ে যায়। ২২ বছর বয়সী ক্রিকেটার চলতি বিশ্বকাপে ৫টি উইকেট দখল করেন। আর তার গতিটা নিউজিল্যান্ডের বিশ্বকাপ সাফল্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল বলে মনে করছিল ক্রিকেটবোদ্ধারা।
এদিকে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালের আগে পেসার ম্যাট হেনরিকে দলে টেনেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ৮ ম্যাচে ২১ উইকেট নেয়া পেসারকে চূড়ান্ত অনুমোদনও দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার কিউই পেসারকে অনুমোদন দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম