ক্রিকেটের প্রতিশোধ আরচারিতে
ঢাকা: ক্রিকেটে ‘হারাতে না পারলেও’ আরচারিতে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে এশিয়া কাপ আরচারির ষ্টেজ-২ এ (ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট) রৌপ্য জিতেছে বাংলাদেশের ছেলেরা।
শনিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ফাইনালে রিকার্ভ বো পুরুষ দলগত বিভাগে ভারতকে হারানোর পর বাংলাদেশ ৬-০ সেট পয়েন্টে রাশিয়ার কাছে হেরে রৌপ্য জিতেছে।
এর আগে বাংলাদেশ সেমিফাইনালে ভারতকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল। ভারতীয় আরচারদের পরাজিত করেন বাংলাদেশ পুরুষ দলের তিন আরচার শেখ সজিব, তামিমুল ইসলাম ও দুরুল হুদা।
ব্যাংককে ভারতের বিপক্ষে সেমিফাইনালের সময় বাংলাদেশের আরচারদের মাথায় ছিল মেলবোর্নে ক্রিকেট দলকে জোর করে হারিয়ে দেওয়ার ঘটনা। বিশ্বকাপ ক্রিকেটে হারার সে প্রতিশোধ আরচাররা নিলেন ভারতকে হারিয়ে।
বাংলাদেশ জাতীয় আরচারি দলের এই সাফল্যে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বিওএ-র কার্যনির্বাহী কমিটির সদস্যগণের পক্ষ থেকে খেলোয়াড় এবং কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ আরচারি দল আগামীকাল রবিবার দেশে ফিরবে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন জাতীয় আরচারি দলকে বিমান বন্দরে সংবর্ধনা জানাবে।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই
নিউজবাংলাদেশ.কম