News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫৩, ২১ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৬, ১৮ জানুয়ারি ২০২০

সাত উইকেট হারিয়ে ব্যাকফুটে ক্যারিবীয়রা

সাত উইকেট হারিয়ে ব্যাকফুটে ক্যারিবীয়রা

ঢাকা: নিউজিল্যান্ড পেসার ট্রেন্ড বোল্টের তোপের মুখে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। বোল্ট মাত্র পাঁচ ওভারে ২৩ রান খরচ করে একাই চারটি উইকেট শিকার করেছেন। এরপর ঝরে পড়ে আরও তিন উইকেট।

শুরুতেই চার উইকেট হারালেও গেইল ব্যাটিংয়ে ঝড় তুলেছিলেন। কিন্তু মিল্নের বলে গেইল সাজঘরে ফিরে যাওয়ায় বিপদেই পড়েছে ক্যারিবীয়রা।

এ প্রতিবেদন খেলা পর্যন্ত ২৩ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ডারেন সামি ২৭ ও জোনাথন কার্টার ৩১ রান নিয়ে ক্রিজে আছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ৩৯৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চার উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৪ রানের মাথায় ওপেনার জনসন চার্লস মাত্র ৩ রান করে ট্রেন্ট বোল্টের বলে সরাসরি বোল্ড হন। এরপর ২৭ রানের লেন্ডল সিমন্স ১২ রানে বোল্টের বলে ক্যাচ আউট জন। দলীয় ৮০ রানের মাথায় মারলন সামুয়েলসকে ২৭ ও দিনেশ রামদিনকে শুন্য রানে সাজঘরে ফেরান নিউজিল্যান্ডেরেএ পেসার। এরপর মিল্নের বলে বোল্ড হওয়ার আগে গেইল করেন ৩৩ বলে ৬১ রান।

এর আগে শনিবার ওয়েলিংটনে টসে জিতে ব্যাট করতে নেমে গেইলের রেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। এ দিন ওয়েলিংটনে গাপটিল শোর মধ্যে দিয়ে নির্ধারিত ওভার শেষে ছয় উইকেটে নিউজিল্যান্ড সংগ্রহ করেছে ৩৯৩ রান।

ক্রিকেটে গেইলের রেকর্ড ছিল ২১৫ রানের। আর আজ গাপটিল করলেন ২৩৭ রানের অপরাজিত থেকে বিস্ময়কর রেকর্ড।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়