গেইলের রেকর্ড ভেঙে বিশ্বরেকর্ড গাপটিলের
ঢাকা: গত ২৪ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিসে গেইল। চলতি বিশ্বকাপেই ২৫ দিনের মাথায় শনিবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই গেইলের রেকর্ড ভেঙে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে নতুন রেকর্ড এখন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের।
১৯৯৬ বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছিলেন প্রোটিয়া ব্যাটসম্যান গ্যারি কারস্ট্রেন। ১৫ বছর পর এসে সেই রেকর্ডই ভেঙে ২১৫ রানের রেকর্ড গড়েছিলেন গেইল।
১৬৩ বল খেলে ২৩৭ রান করে অপরাজিত থাকেন গাপটিল। এতে ২৪টি বাউন্ডারি ও ১১টি ছক্কার মার রয়েছে। এটি বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত রানের সংগ্রহও বটে। গাপটিলের ব্যাটে ভর করে নির্ধারিত ওভার শেষে নিউজিল্যান্ড শেষ পর্যন্ত সংগ্রহ করে ৩৯৩ রান।
গেইলের মতোই ওপেনিংয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিংয়ে ঝড় তুলেছিলেন গাপটিল। এ দিন ওয়েলিংটনে চলেছে গাপটিল শো। ক্যারিবীয়দের সামনে পেয়েই যেন জ্বলে উঠলেন গাপটিল। ১১১ বলে ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি করে থামলেন না। একে একে ক্যারিবীয় বোলারদের বাউন্ডারির বাইরে আছড়ে ফেলে নিউজিল্যান্ডকে তুললেন রানের পাহাড়ে। থাকলেন অপরাজিত।
এবারের বিশ্বকাপের আগে ওয়ানডে ক্রিকেটে ইতিহাসে মোট চারটি ডাবল সেঞ্চুরি হয়েছিল। এর সবগুলোই ছিল ভারতীয়দের দখলে। শুধু তাই নয়, ওই চারটি ডাবল সেঞ্চুরিই হয়েছিল ভারতের মাটিতে। ভারতের বাইরে এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে হলো দু’টি ডাবল সেঞ্চুরি। ভারতীয়দের গর্ব প্রথম ভাঙেন ক্রিস গেইল। আজ ভাঙলেন গাপটিল। ডাবল সেঞ্চুরিতে গেইল পৌঁছান ১৪৭ বলে, আর গাপটিল ১৫২ বলে। ডাবল সেঞ্চুরির ইনিংসটিতে গেইলের ছিল ১০টি চার ও ১৬টি ছয়ের মার। গাপটিল মেরেছেন ২৪টি চার ও ১১টি ছয়।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই
নিউজবাংলাদেশ.কম