News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৫, ২০ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৬, ১৮ জানুয়ারি ২০২০

পাকিস্তানের বিদায়, সেমিতে অস্ট্রেলিয়া

পাকিস্তানের বিদায়, সেমিতে অস্ট্রেলিয়া

ঢাকা: বিশ্বকাপে তৃতীয় রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। শনিবার পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য ২১৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ৫৯ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিলে স্বাগতিকরা।

অবশেষে শেন ওয়াটসন ৬৪ ও ম্যাক্সওয়েলে অপরাজিত ৪৪ রানে সুবাবে ৩৩.৫ ওভারে ছয় উইকেট হাতে রেখেই ২১৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। শুরুতে তিন উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে চাপ সৃষ্টি করলেও পাকিস্তানের ফিল্ডাররা ক্যাচ মিসের মহরা দেয়।

এ জয়ের ফলে বাংলাদেশের বিপক্ষে বিতর্কিত জয় পাওয়া ভারতের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি আগামী ২৬ মার্চ সিডনিতে অনুষ্ঠিত হবে।

আগামী কাল শনিবারের কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে যে দল জিতবে তারা ২৪ মার্চ ইডেন পার্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে।

বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের আগে বৃহস্পতিবার ভারতের কাছে বিতর্কত হার মেনে বিশ্বকাপ থেকে বাদ পরে টাইগাররা। তার আগে শ্রীলংকা দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জার পরাজয় নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।

এর আগে বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে নিজেদের মাঠে ২১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় ৫৯ রানে টপঅর্ডারের তিন উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে স্বাগতিকরা।

পাকিস্তানের পেসার সোহেল খানের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ওপেনার অ্যারন ফিঞ্চ ব্যক্তিগত ২ রান করে এলবির ফাঁদে ফেলেন। এরপর অস্ট্রেলিয়ার উইকেটে জোড়া আঘাত হানেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ।দলীয় ৪৯ রানের মাথায় ডেভিড ওয়ার্নার ব্যক্তিগত (২৪) ও অধিনায়ক মাইকেল ক্লার্ক দলীয় ৫৯ রানের মাথায় (৮) রান করে রিয়াজের বলে সাজঘরে ফেরেন।

চতুর্থ উইকেট জুটিতে শেন ওয়াটসনকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেন স্টিভেন স্মিথ। দুজনের ৮৯ রানের জুটিতে মাচে ঘুরে দাঁড়ায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দলকে বিপর্যয়ের হাত থেকে দলকে বাঁচিয়ে দলীয় ১৪৮ রানের মাথায় ব্যক্তিগত ৬৫ রান করে সাজঘরে ফেরেন স্মিথ।

এর আগে টসে অ্যাডিলেডে বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে টসে জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক বল বাকি থাকতেই ২১৩ রানে অলআউট হয় পাকিস্তান।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়