News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৫, ২০ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৬, ১৮ জানুয়ারি ২০২০

আম্পায়ারদের পক্ষেই আইসিসির সাফাই

আম্পায়ারদের পক্ষেই আইসিসির সাফাই

ঢাকা: বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনালে বিতর্কিত ‘নো’ বল নিয়ে আম্পায়ারদের পক্ষেই সাফাই গেয়েছে আইসিসি।

বিশ্বব্যাপী ক্রিকেট বোদ্ধা ও ভক্তদের ব্যাপক সমালোচনার মুখেও আম্পায়ার আলিম দার ও ইয়ান গৌল্ডের পক্ষেই দাঁড়ালো সংস্থাটি।

আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসন শুক্রবার এক বিবৃতিতে বলেন, “আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত এবং এটাকে অবশ্যই সমীহ করতে হবে। ‘নো’ বলের সিদ্ধান্তটি ফিফটি-ফিফটি ছিল।”

বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারদের কোনো বিশেষ অভিসন্ধির অভিযোগ নাকচ করে দিয়ে এবারের রোমাঞ্চকর ক্রিকেট উপভোগ করার আহ্বান জানান।

আম্পায়ারদের ভূমিকা নিয়ে আইসিসির সভাপতি মোস্তাফা কামালের বক্তব্য দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, “এটা তার ব্যক্তিগত মত। সংস্থার সভাপতি হিসেবে একটু সতর্ক হয়ে ম্যাচ কর্মকর্তাদের সমালোচনা করা উচিৎ ছিল।”

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভারতের কাছে ১০৯ রানে হারে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নামা ভারতের ইনিংসের ৪০তম ওভারে রুবেলের করা চতুর্থ বিতর্কিত সিদ্ধান্তটি দেন আম্পায়ার আলিম দার ও ইয়ান গৌল্ড। সেই বলে বাউন্ডারি মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ইমরুল কায়েসকে ক্যাচ দেন ভারতের রোহিত শর্মা।

বলটি কোমরের ওপরে ছিল এমন দাবি করে বলটিকে ‘নো’ ডাকলে বিস্ময়ে হতবাক হয়ে যান বাংলাদেশের ক্রিকেটাররা।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়