News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১৯, ২০ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৬, ১৮ জানুয়ারি ২০২০

তিন উইকেট হারিয়ে বিপদে অস্ট্রেলিয়া

তিন উইকেট হারিয়ে বিপদে অস্ট্রেলিয়া

ঢাকা: বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে নিজেদের মাঠে ২১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের তোপের মুখে পরেছে অস্ট্রেলিয়া। দলীয় ৫৯ রানে টপঅর্ডারের তিন উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে স্বাগতিকরা।

এ প্রতিবেদন খেলা পর্যন্ত ১৮ ওভারে তিন উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৯৩ রান। ক্রিজে আছেন স্টিভ স্মিথ ৪৬ ও শেন ওয়াটসন ১১ রানে।

পাকিস্তানের পেসার সোহেল খানের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ওপেনার অ্যারন ফিঞ্চ ব্যক্তিগত ২ রান করে এলবির ফাঁদে ফেলেন। এরপর অস্ট্রেলিয়ার উইকেটে জোড়া আঘাত হানেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ।

দলীয় ৪৯ রানের মাথায় ডেভিড ওয়ার্নার ব্যক্তিগত (২৪) ও অধিনায়ক মাইকেল ক্লার্ক দলীয় ৫৯ রানের মাথায় (৮) রান করে রিয়াজের বলে সাজঘরে ফেরেন।

এর আগে টসে অ্যাডিলেডে বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে টসে জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক বল বাকি থাকতেই ২১৩ রানে অলআউট হয় পাকিস্তান।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়