‘আমাদের হারানোর কিছু নেই’
ঢাকা: বিশ্বকাপের রোমাঞ্চকর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভারতের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ। বাঁচা-মরার এই ম্যাচের পরিকল্পনাটাও সেরে নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বুধবার মেলবোর্নে অনুশীলন শুরুর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন কথাই জানিয়েছেন মাশরাফি।
ভারতের বিপক্ষে এ ম্যাচটি বাংলাদেশের বোলার নাকি ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ- এমন প্রশ্নে মাশরাফি বলেন, চ্যালেঞ্জ উভয়ের জন্যই । ব্যাটিংয়ে ভালো স্কোর গড়তে হবে। অথবা ভারত যে স্কোর দেবে জিততে গেলে তা চেজ করতে হবে। বোলারদেরও চেষ্টা থাকবে অল্প রানে ভারতকে বেঁধে ফেলা। তাই আমি বলব জয়ের জন্য ব্যাটিং ও বোলিং দু’দিকেই চ্যালেঞ্জ নিতে হবে।
কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চর এ ম্যাচে টস কতটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এবং দলে কোনো পরিবর্তন থাকছে কিনা- এ প্রসঙ্গে মাশরাফি বলেন, এখনও দল নিয়ে কোনো আলোচনা হয়নি। আর টসটা আমার কাছে মনে হয় না ততটা প্রভাব ফেলবে। আসলে টসের উপর নির্ভর করে দল সাজানো কিংবা খেলা যায় না। তাই টস নিয়ে ভেবে লাভ নেই। মাঠে ভালো খেলতে হবে।
আপনাদের ভালো খেলা দেখেই দেশের মানুষ স্বপ্ন দেখছে। এই স্বপ্ন আপনাদের কতটা ছুঁয়ে গেছে জানতে চাইলে মাশরাফি বলেন, সত্য কথা বলতে, স্বপ্নের তো শেষ নেই। প্রথম আমাদের স্বপ্ন ছিল কোয়ার্টার ফাইনালে যাওয়ার। এখন স্বপ্ন সেমিফাইনালে যেতে পারব কিনা। এগুলো আসবে এটা খুব স্বাভাবিক। আমরা আমাদের খেলা নিয়ে মনযোগী।
২০০৭ সালের বিশ্বকাপে ভারতকে হারিয়েছিলেন। এবার সে-ই ভারত। বর্তমানের দু-দলের মধ্যে পার্থক্যটা কি এ প্রশ্নে টাইগার অধিনায়ক বলেন, সবাই ভালো খেলছে তাই ভালো খেলার ব্যপারে আত্মবিশ্বাসী। তরুণ খেলোয়াড়রা পারফর্ম করছে। ২০০৭ সালের ভারত দলও অনেক ভালো ছিল। তখনও অনেক গ্রেট গ্রেট ক্রিকেটার ছিল। শচীন ছিল, সৌরভ গাঙ্গুলি ছিল, শেবাগ ছিল। আসলে এভাবে মিলাতে চাই না। কারণ এগুলো মাঠের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলে না।
শক্তির বিচারে এ ম্যাচে কারা এগিয়ে থাকবে এ প্রশ্নে মাশরাফি বলেন, পরিষ্কারভাবে ভারত সবদিক থেকেই এগিয়ে থাকবে। আসলে এসব যুক্তি তর্ক দিয়ে তো মাঠে খেলা হয় না। মাঠের বাইরের কথাগুলো তো মাঠে কাজে দেবে না। সার্বিক চিন্তা করলে অবশ্যই ভারত এগিয়ে আছে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।
দারুণ ক্রিকেট খেলছেন আপনি। নিজেকে কতটুকু উপভোগ করছেন? ভারতের ম্যাচ নিয়ে কি ভাবছেন? মাশরাফির উত্তর- দলের সবাই খুব উপভোগ করছে। আমার মনে হয় আমাদের হারানোর কিছু নেই। আমরা কালকের (বৃহস্পতিবার) জন্য সেরা প্রস্তুতিটা নেওয়ার চেষ্টা করছি। কালকের ম্যাচটা আমরা সবাই উপভোগ করতে চাই।
মাশরাফি বলেন, ভারতের সঙ্গে কত রান করলে সুবিধা হবে এটা বলা খুব কঠিন। ব্যাটিংয়ে ভারত অন্যতম শক্তিশালী দল। তারা সব সময় রান চেজ করতে পছন্দ করে। আমার বিশ্বাস সব মিলিয়ে যদি আমরা ভালো খেলি তখন কত রান সেটা কোনো ব্যাপার না। ২৭০-২৮০ রান করেও ভালো বোলিং করতে পারলে আমরা ম্যাচটা জিততে পারি।
বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের কাছে ভারত বাজেভাবে হেরেছে। বিশ্বকাপে সেই ইংল্যান্ডকে আপনারা হারিয়েছেন। আপনারা কি কোনো বিশ্লেষণ করেছেন যে, ভারত কিভাবে বদলে গেল- এমন প্রশ্নে মাশরাফি বলেন, কোথায় তাদের ত্রুটিগুলো আছে আমরা দেখার চেষ্টা করছি । আমরা একটা পরিকল্পনাও তৈরি করেছি। সেই পরিকল্পনা অনুযায়ীই খেলতে চাই।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই
নিউজবাংলাদেশ.কম