News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩১, ১৭ মার্চ ২০১৫
আপডেট: ০০:৫৬, ২৫ জানুয়ারি ২০২০

আমরা সেমিফাইনালে খেলতে পারবো: আকরাম খান

আমরা সেমিফাইনালে খেলতে পারবো: আকরাম খান

ঢাকা: কোয়ার্টার ফাইনালের খেলা দেখার জন্য রাতে অস্ট্রেলিয়াতে যাবার পূর্বে ‘ভারতকে হারিয়ে আমরা সেমিফাইনালে খেলতে পারবো’ বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক আকরাম খান।

মঙ্গলবার টাইগারদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেয়ার আগে নিউজবাংলাদেশকে মোবাইলে এ কথা জানিয়েছেন তিনি।

তিনি বাংলাদেশ দলের জন্য ক্রিকেটারদের হয়ে দেশের মানুষের কাছে দোয়া চেয়ে বলেন, “দেশের মানুষ যেন ক্রিকেটারদের জন্য দোয়া করেন। সবাই দোয়া করলে আমাদের ক্রিকেটাররা ভালো খেলেই ভারতকে হারাবে।”

দল হিসেবে বাংলাদেশকে কেমন মনে হচ্ছে আপনার, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভারত অনেক বড় দল তাই তাদের ছোট করে দেখার কোনো সুযোগ নেই। ভারতকে হারানোর সামর্থ্য আমাদের দলের আছে। আমাদের ছেলেরা দারুণ ফর্মে আছে। পূর্বের সেই জয়গুলো দলের ক্রিকেটারদের উজ্জিবীত করবে। আমার বিশ্বাস বাংলাদেশ এবারও জিতবে।”

শক্তির বিচারে ভারত-বাংলাদেশের মধ্যে কোন দলকে এগিয়ে রাখবেন এমন প্রশ্নে বিসিবি পরিচালক বলেন, “ভারত অনেক বড় ক্রিকেট দল তাদের অনেক বড় তারকা ক্রিকেটার রয়েছেন। বিশ্বকাপে তারা এখনো অপরাজিত তবে বাংলাদেশ কিন্তু দারুণ ক্রিকেট খেলছে। দলের সবাই দারুণ ক্রিকেট খেলছে। ভারতের বিপক্ষে আমরা ব্যাটিং বোলিং ও ফিল্ডিংয়ে সমানভাবে লড়াই করতে হবে। অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো।”

সাবেক সফল ক্রিকেটার হিসেবে ভারতের বিপক্ষে খেলার জন্য বাংলাদেশ দলকে কোনো বার্তা দেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমি দলের অনেক ক্রিকেটারের সাথে কথা বলেছি, সবাই ভারতের বিপক্ষে সেরা ক্রিকেট খেলার জন্য প্রস্তুত। ক্রিকেটাররা যার যার যায়গা থেকে দলকে উজাড় করে দেবে। তবে ভারত বড় দল হলেও ওদের কথা ভেবে ক্রিকেটারদের চাপ নেয়া ঠিক হবে না। চাপ মুক্ত হয়ে নিজেদের মতো খেলতে হবে।”

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়