News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৯, ১৭ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৭, ১৮ জানুয়ারি ২০২০

আর ‘চোক’ করবে না দক্ষিণ আফ্রিকা

আর ‘চোক’ করবে না দক্ষিণ আফ্রিকা

ঢাকা: টুর্নামেন্টে ভালো শুরুর পর বাজেভাবে শেষ- এক বাক্যে এটাই দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ-পঞ্জি।

কিন্তু গত দুই দশকের বেশি সময় ধরে চলে আসা এই রীতিকে বদলে ফেলতে মরিয়া এবি ডি ভিলিয়ার্স। ১৮ মার্চ ২০১৫ বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে প্রোটিয়া অধিনায়ক বলছেন, আমি এটাই বলতে চাই যে আগামীকাল আর চোক করবে না দক্ষিণ আফ্রিকা।  

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ভিলিয়ার্স বলেন, “আমরা ভালো একটি ম্যাচ খেলতে যাচ্ছি। আর সেরা হিসেবেই মাঠ ছাড়তে চাই।” কিন্তু ১৯৯২ সালের পর থেকে দক্ষিণ আফ্রিকা যে এক বারও নক আউট পর্বের কোনো ম্যাচ জেতেনি। বিষয়টি নিয়ে ভিলিয়ার্স বলেন, “বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের ম্যাচ জিততে হবে এটাই হলো মোদ্দা কথা।”

অন্যদিকে শ্রীলঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস বলছেন, “ইতিহাস তো ইতিহাসই। তা থেকে আপনি কোনো কিছুই গ্রহণ করতে পারবেন না। বরং আপনি যে ম্যাচ খেলতে যাচ্ছেন, তাতেই মনযোগ দিতে হবে আপনার। আর জিততে হলে পারফর্ম করতে হবে।” শেষে নিজের দল নিয়েও সন্তোষ প্রকাশ করেন লঙ্কান দলপতি।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়