টিভিতে আম্পায়ারের কণ্ঠ শুনবেন দর্শক
ঢাকা: প্রিয় দলের খেলার সময় আপনি খুব উৎকণ্ঠিত। প্রতিপক্ষ শিবির যে রেফারেল নিয়েছে। অর্থাৎ, ডিসিশন রিভিউ সিস্টেমের মাধ্যমে অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছে। কী হচ্ছে এখন, টিভি আম্পায়াররা কী সিদ্ধান্ত নিচ্ছেন? এ নিয়ে এখন আর গলদঘর্ম হতে হবে না আপনাকে! হ্যাঁ, ভুল শুনছেন না।
কারণ নক আউট পর্ব থেকে প্রত্যেকটি ম্যাচে ডিআরএসের সময় অনফিল্ড ও টিভি আম্পায়ারের মধ্যকার আলাপচারিতা টিভিতে প্রচারিত হবে। বিশ্বকাপের অফিশিয়াল ব্রডকাস্টার ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মূলত আয়ারল্যান্ড ম্যাচে জিম্বাবুয়ের শেন উইলিয়ামস, বাংলাদেশ ম্যাচে ক্রিস জর্ডানের রান আউট এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে জেমস অ্যান্ডারসনের আউটের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম