অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের স্মৃতি মাথায় থাকবে: সাকিব
ঢাকা: আশায় বসতি গড়ছে গোটা বাংলাদেশ, আশায় বসতি গড়ছেন সাকিব আল হাসানও। আগামী ১৯ মার্চ ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে দারুণ ইতিবাচক বাংলাদেশের বিশ্বসেরা ক্রিকেটার। সেটা সঞ্চারিত গোটা দলেই। অতীত থেকে যে অনুপ্রেরণা খুঁজছে মাশরাফি মুর্তজা বাহিনী।
মঙ্গলবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এক সংবাদ সম্মেলনে ২০০৭ সালের বিশ্বকাপ স্মৃতি উসকে দিয়ে সাকিব বলেন, “অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের স্মৃতি আমাদের মাথায় থাকবে। সেটা আমাদের অনুপ্রেরণার অফুরান উৎস। কিন্তু সাথে সাথে আমাদের এটাও মনে রাখতে হবে ভারতের বিপক্ষে ম্যাচটি পুরো নতুন একটি খেলা। আর ভারত খুব ভালো একটি দল। তাদের অনেক বিশ্বমানের ক্রিকেটার রয়েছে। সুতরাং ম্যাচটি আমাদের জন্য কঠিন হতে যাচ্ছে। সেটা আমরা জানি। কিন্তু সবকিছুর জন্য আমরা প্রস্তুত।”
২০১১ সালে পোর্ট অব স্পেনে হারের বদলা ভালোভাবেই নিয়েছে ভারত। ঢাকাতে এসে মুশফিকদের বড় হার উপহার দিয়েছে মহেন্দ্র সিং ধোনি বাহিনী। বরাবরের মতোই। কিন্তু এবারের বাংলাদেশ দল তো অন্য ধাতুতে গড়া। ভিন্ন মেজাজে খেলছে তারা। বিষয়টি নিয়ে সাকিবের ভাষ্য, “গোটা টুর্নামেন্টে ভয়হীন ক্রিকেট খেলেছি আমরা। ভারতের বিপক্ষে সেটা আরেকবার করে দেখাতে চাই। কাগজে-কলমে তারা বাংলাদেশ থেকে অনেক এগিয়ে এ বিষয়ে কোনো সংশয় নেই। কিন্তু নক আউট পর্বের ম্যাচে আমরা যদি একদিন ভালো খেলি আর তারা একদিন খারাপ খেলে তাহলে সমীকরণ বদলে যেতেই পারে।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম