News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৩, ১৬ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৭, ১৮ জানুয়ারি ২০২০

মার্চ মানেই ক্রিকেটে বাংলাদেশের কাছে ভারতের পরাজয়

মার্চ মানেই ক্রিকেটে বাংলাদেশের কাছে ভারতের পরাজয়

ঢাকা: এটাকে কাকতাল বলবেন নাকি বাংলাদেশি ক্রিকেটারদের স্বাধীনতার অজেয় চেতনা? ওয়ানডে ক্রিকেটে মার্চ মাস মানেই বাংলাদেশের কাছে মহাপরাক্রমশালী ভারতের পরাজয়।

এর আগে বাংলাদেশের স্বাধীনতার মাসে দুই বার টাইগারদের বিপক্ষে খেলতে নেমে দুবারই হেরেছে ‘টিম ইন্ডিয়া’। এর একটি গত এশিয়া কাপে। আর অপরটি ২০০৭ সালের উইন্ডিজ বিশ্বকাপে।

১৩তম প্রচেষ্টায় ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভারতকে প্রথম হারের স্বাদ দেয় বাংলাদেশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামের মহারণে ব্যাট-বলে মাশরাফি বিন মুর্তজার নৈপূণ্যেই সৌরভ গাঙ্গুলির তারকাখচিত দল পা হড়কিয়েছিল। হেরেছিল ১৫ রানের ব্যবধানে। যা হুলস্থুল বাধিয়েছিল বিশ্ব ক্রিকেটে। এরপর ৫০ ওভারের ক্রিকেটে ভারতকে আরো দুবার পরাজয় উপহার দেয় টেস্ট ক্রিকেটের নবীনতম সদস্যরা।

তবে মজার বিষয় হলো-- সেই দুটি জয়ও ছিল মার্চ মাসেই। টাইগারদের মার্চ উপাখ্যান শুরু ১৭ মার্চ ২০০৭ সালে ক্যারিবিয় বিশ্বকাপে। সেবার পোর্ট অব স্পেনে ভারতকে ৫ উইকেটে হারিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে নতুন দিগন্তের শুরু করেছিল বাংলাদেশ। আর প্রথম বারের মতো নাম লিখিয়েছিল বিশ্বকাপের সুপার এইটে। এর বিপরীতে টাইগারদের কাছে ওই হারেই বিশ্বকাপ থেকে ছুটি হয়েছিল রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারতের।

ভারতের বিপক্ষে বাংলাদেশের মার্চ বীরত্বগাথার সর্বশেষ নজির ২০১২ সালের এশিয়া কাপে। ১৬ মার্চ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আরেকবার জয় তুলে নেয় মুশফিকুর রহিম বাহিনী। ভারতের ছুড়ে দেয়া ২৮৯ রানের লক্ষ্যকে চার বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে স্বাগতিকরা, পাঁচ উইকেট হারিয়ে। ৩১ বলে ৪৯ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন সাকিব আল হাসান।

তবে মোট ম্যাচে জয়ের হিসেবে ভারতীয়রা বাংলাদেশ থেকে যোজন যোজন এগিয়ে। ২৮ ম্যাচ খেলে ২৪টিতেই জয় তুলে নিয়েছে তারা। হার তিনটি। বাকি ম্যাচটি হয়েছে ড্র। সাফল্যের হার বিবেচনায় ৮৮.৮৮ শতাংশ ক্ষেত্রে জয় পেয়েছে ভারত, বাংলাদেশ ১১.১১। কিন্তু মার্চ মাসে এই পরিসংখ্যান কি আর খাটে? এখন পর্যন্ত এই মাসটিতে রঙিন পোশাকের ক্রিকেটে দুদল দুবার মুখোমুখি হয়েছে। সেই দুটিতেই বিজয়ী দলের নাম বাংলাদেশ। সেই ধারবাহিকতার রথে চেপে কি তাহলে মার্চের আরেকটি অগ্নিঝরা দিনে বাংলাদেশের জন্য আরেকটি অবিস্মরণীয় জয় অপেক্ষা করছে-- বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে? এই প্রশ্নের উত্তর জানতে ১৯ মার্চের ম্যাচের দিকে তাকিয়ে আছে সবাই।

নিউজবাংলাদেশ.কম/একে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়