News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৪, ১৬ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৭, ১৮ জানুয়ারি ২০২০

চিন্তার কিছু নাই, আমরাই জিতবো: হাবিবুল বাসার

চিন্তার কিছু নাই, আমরাই জিতবো: হাবিবুল বাসার

ঢাকা: বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ১৯ মার্চ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে ভারতকে নিয়ে টাইগারদের ভয়ের কিছুই নেই। কোনো রকম চিন্তা না করে টাইগাররা যদি নিজেদের মতোই খেলে, তাহলে আমরাই জিতবো।

ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি নির্বাচক হাবিবুল বাসার সুমন সোমবার নিউজবাংলাদেশ.কমকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে এমন করেই প্রতিক্রিয়া জানান।

আট বছর আগের ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের স্মৃতি এখনও ভুলেনি ভারত। বিশ্বকাপ ছাড়াও প্রায় তিন বছর আগে এই ভারতকেই মিরপুরে কাঁদিয়েছে টাইগাররা। সেই ভারতকে নিয়ে টাইগারদের কেমন পরিকল্পনা হওয়া উচিত-এমন প্রশ্নে সাবেক এ অধিনায়ক বলেন, “কোয়ার্টার ফাইনালের ম্যাচটি নকআউট পর্বের। ভারতের বিপক্ষে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারলেই বাংলাদেশ জিতবে। ওদের নিয়ে বেশি চিন্তার কিছুই নেই। ভালো খেলে আমরাই জিতবো।”

সেবার ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপে পোর্ট অব স্পেনে ভারতের বিপক্ষে মাশরাফি বিন মুর্তজার তোপে ভারত অলআউট হয় ১৯১ রানে। সে ম্যাচে অধিনায়কের দায়িত্বে ছিলেন জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার হাবিবুল বাসার। খুব কাছ থেকেই তিনি মাশরাফিকে দেখেছেন। সেই মাশরাফি যখন দারুণ ফর্মে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন, তখন ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে মাশরাফিদের বেশি কোনো উপদেশ দিতে রাজি নন তিনি।

হাবিবুল বাসার বলেন, “ভালো খেলার জন্য কোনো রকম চিন্তা করা যাবে না। খেলাটাকে এনজয় করতে হবে এবং ভালো খেললে আমরা এবারও ভারতকে হারাতে পারবো। আর মাশরাফির জন্য বিশেষ কোনো উপদেশ নেই। কারণ ওই ম্যাচে (২০০৭ বিশ্বকাপ) মাশরাফি দারুণ খেলেছে। মাশরাফি খুব ভালো করেই জানে, ভারতের বিপক্ষে কিভাবে খেলতে হবে।”

ভারতের বিপক্ষে এ পর্যন্ত ২৮টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেন টাইগাররা। তাতে বাংলাদেশের জয় মাত্র তিনটি। দুটি বড় জয় এসেছে ২০০৭ সালে ১৭ মার্চ বিশ্বকাপে ও ১৬ মার্চ ২০১২ এশিয়া কাপে। এবার ১৯ মার্চ মেলবোর্নে ভারতের বিপক্ষে বিশ্বকাপে মুখোমুখি হবে টাইগাররা। এছাড়া ম্যাচটি বাংলাদেশের জন্য ৩০০ তম ওয়ানডে।

এবিষয়ে বাসার বলেন,“বিশ্বকাপে এসব হিসাব নিয়ে চিন্তার সুযোগ নেই। আমাদের ভালো খেলার বিকল্প নেই। জয়ের জন্য আমাদের ভালো খেলতে হবে। আত্মবিশ্বাস নিয়ে খেললেই আমরা জিতবো। আমরা এর আগেই ভারতকে বিশ্বকাপে হারিয়েছি। এরপর এশিয়া কাপেও তাদের হারিয়েছি। এবারও তাদের নিয়ে ভয়ের কিছুই নেই। দলের সবাইকে ভালো খেলতে হবে।”

প্রতিপক্ষ ভারতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ভারত বিশ্বকাপে এখনও অপরাজিত। তবে বাংলাদেশ কিন্তু অনেক ভালো দল। বিশ্বকাপের কঠিন গ্রুপ থেকেই লড়াই করেই জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে। তাই কোয়াটার ফাইনালেও তারা লড়াই করে জিতবে।”

বিশ্বকাপে ওপেনিং জুটিতে এখনও ভালো হয়নি টাইগারদের। ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ওপেনিংয়ে কোনো পরিবর্তনের হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন,“ওপেনিং জুটিতে ভালো হয়নি, এটা ঠিক। তবে এ মুহুর্তে পরিবর্তন করা ঠিক হবে না। তামিম আমাদের দেশসেরা ওপেনার। আমাদের বিশ্বাস, ভারতের বিপক্ষে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের ব্যাট জ্বলে উঠবে।”

নিউজবাংলাদেশ.কম/এসএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়