বিপর্যয়ে বাংলাদেশ
মেলবোর্নে শ্রীলঙ্কার ৩৩২ রানের টার্গেট সামনে নিয়ে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। স্কোর বোর্ডে কোনো রান না তুলেই লাসিথ মালিঙ্গার বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। পরে এনামুল হক-সৌম্য সরকারের জুটি ৪০ রান যোগ করে। অ্যাঞ্জেলো ম্যাথুসের বলে সাঙ্গাকারার ক্যাচে সৌম্য ১৫ বলে ২৫ রান করে সাজঘরে ফিরে যান।
মুমিনুল হক মাত্র ১ রান সংগ্রহ করে সুরঙ্গ লাকমলের বলে স্লিপে দাঁড়ানো মাহেলা জয়াবর্ধনের হাতে ক্যাচ তুলে দেন।
সর্বশেষ বাংলাদেশের সংগ্রহ ৭ ওভারে ৩ উইকেটে ৪৪ রান।
এর আগে, ফিল্ডারদের ব্যর্থতায় রানের পাহাড় গড়ে তোলে শ্রীলঙ্কা। তিলকারত্নে দিলশানের সঙ্গে ১২২ রানের উদ্বোধনী জুটি গড়েন লাহিরু থিরিমান্নে।
শ্রীলঙ্কার তিন ব্যাটসম্যানকে আউটের সুযোগ পেলেও মাত্র একটি কাজে লাগাতে পারেন বাংলাদেশের ফিল্ডাররা। সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। ১ উইকেটে ৩৩২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করান তারা। শেষ পর্যন্ত ১৬১ রানে অপরাজিত থাকেন দিলশান।
নিউজবাংলাদেশ.কম