News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০২, ১৬ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৭, ১৮ জানুয়ারি ২০২০

মাশরাফির প্রতিজ্ঞা

মাশরাফির প্রতিজ্ঞা

ঢাকা: গ্রুপ পর্বের রোমাঞ্চ শেষ। আগামী ১৮ মার্চ থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের উত্তেজনা। বাংলাদেশ মাঠে নামবে তারও একদিন পর। অর্থাৎ, ১৯ মার্চ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টাইগারদের প্রতিপক্ষ বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। তার আগে ম্যাচের ভেন্যু মেলবোর্নে পৌঁছে গেছে মাশরাফি মুর্তজা বাহিনী। সোমবার হালকা অনুশীলনও করেছে চন্দ্রিকা হাথুরুসিংহের শিষ্যরা। সেখানেই নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচের আগে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা ও লক্ষ্যের কথা জানালেন বাংলাদেশ অধিনায়ক।

সোমবার মেলবোর্নে এক সাক্ষাৎকারে মাশরাফি বলেন, “কোয়ার্টার ফাইনালে ভালো কিছু করে আমরা বাংলাদেশের ক্রিকেটকে ভিন্নভাবে পরিচিত করতে চাই। ওঠাতে চাই অন্য উচ্চতায়। যেখানে কেউ আমাদের ক্রিকেট নিয়ে কটাক্ষা করার সাহস পাবে না। এটা আমাদের নিজেদের প্রমাণ করার ম্যাচ। আরো বড় হয়ে ওঠার ম্যাচ।” কিন্তু বিষয়টি যে খুব সহজ হবে না তাও মানছেন ‘নড়াইল এক্সপ্রেস’। বাংলাদেশ অধিনায়ক বলছেন, “ক্রিকেটাররা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার জন্য তাতিয়ে আছে। কিন্তু এটাই আমাদের জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, একটি পেশাদার দল হিসেবে আমাদের নিজেদের খেলায় মনযোগী হতে হবে। যদিও উত্তেজনা নিয়ন্ত্রণে আনাটা খুব কঠিন একটি কাজ। তবে খেলোয়াড়দের এই বিষয়টি বুঝতে হবে।”

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়