News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৯, ১৫ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৮, ১৮ জানুয়ারি ২০২০

কোয়ার্টারের পথে পাকিস্তান

কোয়ার্টারের পথে পাকিস্তান

ঢাকা: আয়ারল্যান্ডের ছুঁড়ে দেয়া ২৩৮ রানের লক্ষ্য তাড়ায় উড়ন্ত সূচনা পেয়েছে পাকিস্তান। এ প্রতিবেদন লেখার সময় ২২.২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করেছে মিসবাহ উল হক বাহিনী। এই মুহূর্তে ম্যাচের যে অবস্থা তাতে পাকিস্তানের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল খেলাটা কেবল সময়ের ব্যাপার।

দুই ওপেনার আহমেদ শেহজাদ ও সরফরাজ আহমেদ ১২০ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দেন। ৬৩ রান করে আউট হন শেহজাদ। সরফরাজ আহমেদ ৫৪ রান করে অপরাজিত আছেন। ২ রানে অপর প্রান্তে ব্যাট করছেন হ্যারিস সোহেল। ম্যাচ জিততে অবশিষ্ট নয় উইকেটে ১১৪ রান দরকার ‘দ্য আনপ্রেডিক্টেবল’দের।

এর আগে রোববার অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৭ রান সংগ্রহ করেছে আইরিশরা। ১০৭ রান করেন দলটির অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। পাক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তারপরও অবশ্য বড় সংগ্রহ পায়নি আইসিসির সহযোগী দেশটি।

এ ম্যাচে দু দলের সামনেই ছিল কোয়ার্টার ফাইনালের হাতছানি। যে দল জিতবে তারাই নাম লেখাবে বিশ্বকাপে পরের পর্বে। আর হারলেই বিদায়। ড্র হলে অবশ্য দু দলের ভাগ্যই প্রসন্ন। সেক্ষেত্রে উভয় দলই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে। তখন কপাল পুড়বে ওয়েস্ট ইন্ডিজের।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়