রান দিয়ে রোহিতকে মাপবেন না
ঢাকা: চলতি বিশ্বকাপে রোহিত শর্মার অনুজ্জল ফর্ম নিয়ে চিন্তিত নন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। টিম ইন্ডিয়ার প্রধান দলপতির ভাষ্য, সবসময় রান দিয়ে রোহিতকে মাপবেন না। বরং সে কীভাবে ব্যাট করছে তার দিকে লক্ষ্য করুন।
এই বিশ্বকাপে গ্রুপ পর্বে ছয়টি ম্যাচ খেলে ১৫৯ রান করেছেন রোহিত। দুটি অর্ধ শতক আছে তাতে। ব্যাটিং গড় ৩১.৮। বিশ্ব ক্রিকেটের একটি শীর্ষ দলের ওপেনার হিসেবে এই গড়টা একটু মলিনই। সেজন্য বিষয়টি কানে তোলা হয়েছিল এমএসডির। কিন্তু ভারতীয় অধিনায়ক বিষয়টি নিয়ে খুব বেশি আগ্রহ দেখাননি।
রঙিন পোশাকের ক্রিকেটে একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যান ক্রিকেটের সর্বোচ্চ আসরে অধিকাংশ ম্যাচেই ভালো সূচনা করার প্রত্যয় দেখাচ্ছেন। কিন্তু নিজের ইনিংসটাকে টেনে বড় করতে পারছেন না। তাই ২০১৫ বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি হাফ সেঞ্চুরি রোহিতের। একটি আয়ারল্যান্ডের বিপক্ষে (৬৪)। অন্যটি সংযুক্ত আরব আমিরাত ম্যাচে (৫৭*)।
বিশ্বকাপে রোহিত শর্মার বড় ইনিংস খেলতে না পারার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ধোনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তারা কীভাবে ইনিংসের গোড়াপত্তন করছে। আমার মনে হয় এখন পর্যন্ত রোহিত খুব ভালো ব্যাটিং করেছে। তাকে দারুণ ধীর ও কম্পোজড মনে হচ্ছে। তার শটগুলোও দৃষ্টিনন্দন হচ্ছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবসময় রান দিয়ে খেলোয়াড় বিবেচনা করাটা সঙ্গত নয়।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম