News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৩, ৯ জানুয়ারি ২০২৫

আবারও বোলিংয়ে ব্যর্থ সাকিব, খেলতে পারবেন ব্যাটার হিসেবে

আবারও বোলিংয়ে ব্যর্থ সাকিব, খেলতে পারবেন ব্যাটার হিসেবে

ফাইল ছবি

বোলিং অ্যাকশন পরীক্ষায়ও ব্যর্থ হয়েছেন ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দিনদুয়েক আগে অনানুষ্ঠানিকভাবে সেই পরীক্ষার ফলাফল জেনেছে বিসিবি। তার ভিত্তিতে সিলেটে কাল গাজী আশরাফ হোসেন বিষয়টিকে বলেছেন ‘শকিং’। তবে লিখিতভাবে ফলাফল না জানতে পারায় বিসিবি বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারছে না।

আন্তর্জাতিক ক্রিকেটে থেকে শুরু করে সব ধরনের ক্রিকেট থেকেই বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন সাবেক বাংলাদেশি অধিনায়ক। পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষা উতরে না যাওয়া পর্যন্ত শুধু ব্যাটার হিসেবেই খেলতে পারবেন এই অলরাউন্ডার।

ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে নিষেধাজ্ঞা পাওয়া সাকিব বাংলাদেশ জাতীয় দলে ফিরতে পারবেন কিনা তা নিয়ে আলোচনার শেষ নেই। 

বুধবার (৮ জানুয়ারি) জানা গেছে, সাকিব দ্বিতীয়বার বোলিং পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি।

ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আগে জাতীয় দলে ফিরবেন কিনা সাকিব, এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন বোর্ড থেকে সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। সেই সঙ্গে বোলিং পরীক্ষায় পাশ না করায় প্রধান নির্বাচক অনেকটা বিস্ময় প্রকাশ করেছেন সাকিব ।

সাকিব আল হাসানকে দলে রাখা না রাখার ব্যাপারে বোর্ডের কোনো নির্দেশনা পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন, কোন নির্দেশনা আসেনি সাকিবের ব্যাপারে। প্রথম যে পরীক্ষা দিলেন, সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি, ভেরি শকিং (বিস্ময়কর)।

তবে বিসিবির প্রধান নির্বাচক সাকিব নিয়ে এখনই আশা ছেড়ে দেননি। তবে লিপু সাকিবের ব্যপারে ফের খোঁজ করবেন জানিয়ে বলেছেন, আমাকে নিশ্চিত হতে হবে তিনি ব্যক্তি পর্যায়ে আবার একটা পরীক্ষায় অবর্তীন হয়েছেন কি না, এটা একটু খোঁজ নিয়ে জানতে হবে।

এদিকে সাকিবের চেন্নাইয়ে দেওয়া পরীক্ষার রিপোর্ট নিয়ে নানা রকম গুঞ্জন ছড়াচ্ছে। 

জানা গেছে, গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষায় সাকিবের অ্যাকশন বৈধতার ছাড়পত্র পায়নি। চেন্নাইয়ে ফের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সাকিব। সেটির ফলাফল আসেনি এখনও।

আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের নিয়ম অনুযায়ী, পরপর দুটি পরীক্ষায় অ্যাকশন ত্রুটিযুক্ত প্রমাণিত হলে সংশ্লিষ্ট বোলারের পরের এক বছর কোনো পর্যায়ের ক্রিকেটেই আর বোলিং করতে পারার কথা নয়। সে ক্ষেত্রে সাকিব যদি সত্যি সত্যি চেন্নাইয়েও ফেল করে থাকেন, এখন থেকে পরের এক বছর যেকোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় থাকবেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়