News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৪৯, ৮ জানুয়ারি ২০২৫

জাতীয় দলে ফেরার বিষয়ে তামিমের অপেক্ষায় বিসিবি 

জাতীয় দলে ফেরার বিষয়ে তামিমের অপেক্ষায় বিসিবি 

ফাইল ছবি

অনেক দিন থেকেই জাতীয় দলের বাইরে আছেন তামিম ইকবাল। দলে ফেরার গুঞ্জন থাকলেও তা আর হয়ে ওঠেনি। এরমধ্যেই সামনে চলে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। সেখানেও রয়েছে তার ফেরার গুঞ্জন। তবে পরিবারের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিবেন দেশ সেরা এই ওপেনার।

এর আগে আকস্মিকভাবে ২০২৩ সালে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। তবে দুই দিন পার না হতেই তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন টাইগার এই ওপেনার। এরপর বাংলাদেশের জার্সিতে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে খেলে বিশ্রামে যান তিনি। পরের অংশটা বাংলাদেশের ক্রিকেট বোর্ড ও নানা নাটকীয়তা ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি তামিমের।

সেই সময়ে সাকিব আল হাসানের এক ইন্টারভিউ বেশ আলোড়ন ফেলে লাল সবুজ জার্সিতে। একই সঙ্গে তামিমের দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে এসে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। এরপর আর কখনোই জাতীয় দলে দেখা যায়নি তামিমকে। ঘরোয়া ক্রিকেটে দেখা গেলেও জাতীয় দলে তামিমকে আর দেখা যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটেনি।

এই ইস্যুতে বুধবার (৮ জানুয়ারি) সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে তামিমের সঙ্গে দুই দফা আলোচনায় বসে বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

আলোচনার পর গাজী আশরাফ হোসেন জানান, তামিম ইকবালের জাতীয় দলে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও দুই-তিন দিন অপেক্ষা করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-কে। 

তামিম জানিয়েছেন, পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলে তিনি তার সিদ্ধান্ত জানাবেন।

চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ জনের চূড়ান্ত দল আইসিসিতে পাঠানোর সময়সীমা ১২ জানুয়ারি। যদিও নির্বাচকরা তামিমকে দলে চাচ্ছেন, তবে বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছিল যে তামিম আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না। 

সম্প্রতি চিটাগং কিংসের শুভেচ্ছা দূত শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে তামিমের বক্তব্য এ ধরনের জল্পনা আরও জোরালো করে।

প্রথম দফা আলোচনায় তামিম নির্বাচকদের জানিয়ে দেন যে তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান না। এরপর নির্বাচকেরা নিজেদের মধ্যে আলোচনা করে আবার তামিমের সঙ্গে বৈঠকে বসেন। দ্বিতীয় দফা আলোচনায় তামিম কিছুটা ইতিবাচক সাড়া দেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য সময় চান।

আলোচনায় প্রধান নির্বাচকের সঙ্গে ছিলেন নির্বাচক আবদুর রাজ্জাক ও হান্নান সরকার। 

প্রধান নির্বাচক বলেন, আলোচনার সঙ্গে সঙ্গে ফল আসে না। খেলোয়াড়দের ফেরার ক্ষেত্রে বন্ধু-বান্ধব, পরিবার, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনা জরুরি। আমাদের অপেক্ষা করতে হবে। আশা করছি দুই-এক দিনের মধ্যে সব পরিষ্কার হবে। 

জানা গেছে, অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ দলের আরও দুই-একজন সিনিয়র ক্রিকেটার তামিমকে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার জন্য অনুরোধ করেছেন।

এদিকে সাকিব আল হাসানের দলে থাকা নিয়ে কোনো নির্দেশনা আছে কি না, এমন প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচক বলেন, সাকিবের বিষয়ে কোনো নির্দেশনা আসেনি। তবে তার পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারাটা শকিং। 

জানা যায়, বার্মিংহামে বোলিং অ্যাকশনের পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার পর গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেয়া পরীক্ষাতেও সাকিবের অ্যাকশন বৈধতার ছাড়পত্র পায়নি। তিনি ইতিমধ্যে আরেক দফা পরীক্ষা দিয়েছেন এবং সেটির ফলাফল এখনো আসেনি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়