News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫১, ৭ জানুয়ারি ২০২৫

ইন্টারকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপ এসি মিলানের

ইন্টারকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপ এসি মিলানের

ছবি: ইন্টারনেট

গত তিনবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও ২০১৬ সালের পর প্রথমবার এই প্রতিযোগিতার শিরোপা জিতল এসি মিলান।

শিরোপা লড়াইয়ে লাউতারো মার্তিনেসের জ্বলে ওঠা যেন অবধারিত। আরেকটি ফাইনালে গোল করলেন আর্জেন্টাইন স্ট্রাইকার। তার গোলে অবদান রাখা মেহদি তারেমি পরে নিজেও পেলেন জালের দেখা। কিন্তু দুই গোলে পিছিয়ে পড়ার পর অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াল এসি মিলান। নাটকীয় জয়ে ইতালিয়ান সুপার কাপ জিতল তারা।

সৌদি আরবের রিয়াদে আল-আওয়াল স্টেডিয়ামে সোমবার রাতের ফাইনালে ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়েছে এসি মিলান।

দ্বিতীয়ার্ধে থিও এরনঁদেজ ও ক্রিস্টিয়ান পুলিসিকের গোলে সমতায় ফেরার পর যোগ করা সময়ে ব্যবধান গড়ে দেন ট্যামি আব্রাহাম।

প্রথম দল হিসেবে টানা চারবার এই প্রতিযোগিতার শিরোপা জয়ের সম্ভাবনা জাগিয়েও পারল না ইন্টার। ২০১৬ সালের পর প্রথম ও সব মিলিয়ে ইন্টারের সমান আটবার এই শিরোপা জিতল এসি মিলান। সর্বোচ্চ ৯ বার জয়ের রেকর্ড ইউভেন্তুসের।

মৌসুমে দলের বাজে পারফরম্যান্সে সম্প্রতি পাউলো ফনসেকাকে বরখাস্ত করে সের্হিও কন্সিকাওকে কোচের দায়িত্ব দেয় এসি মিলান। তার হাত ধরে দ্বিতীয় ম্যাচেই শিরোপার স্বাদ পেল তারা।

সেমি-ফাইনালে ইউভেন্তুসকে ২-১ গোলে হারিয়ে আসা এসি মিলান প্রথম সুযোগ পায় নবম মিনিটে। বক্সে ভালো পজিশনে থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি ডাচ মিডফিল্ডার টিয়ানি রেইন্ডার্স।

২৩তম মিনিটে এগিয়ে যেতে পারত সেমি-ফাইনালে আতালান্তাকে ২-০ গোলে হারানো ইন্টার মিলান। বক্সের বাইরে থেকে ফেদেরিকো দিমার্কোর শট দারুণ নৈপুণ্যে ব্যর্থ করে দেন গোলরক্ষক মাইক মিয়াঁ।

প্রথমার্ধের যোগ করা সময়ে মার্তিনেসের চমৎকার গোলে এগিয়ে যায় ইন্টার। দ্রুত নেওয়া থ্রো ইন থেকে আক্রমণে উঠে তারেমি বক্সে খুঁজে পান মার্তিনেসকে। প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের বাধা এড়িয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার জয়সূচক একমাত্র গোলটি করা এই স্ট্রাইকার।

ইতালিয়ান সুপার কাপের গতবারের ফাইনালে মার্তিনেসের একমাত্র গোলেই নাপোলিকে হারিয়েছিল ইন্টার। এর আগের দুটি এক ম্যাচের শিরোপা লড়াইয়েও জালের দেখা পেয়েছিলেন তিনি।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তারেমি। নিজেদের অর্ধ থেকে স্টেফান ডে ভ্রেইয়ের উঁচু করে বাড়ানো বল ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন ইরানের ফরোয়ার্ড।

চার মিনিট পরই বক্সের ঠিক বাইরে থেকে চমৎকার নিচু ফ্রি-কিকে ব্যবধান কমান ফরাসি ডিফেন্ডার এরনঁদেজ।

৭১তম মিনিটে কাছ থেকে ইন্টার মিলানের কার্লোস আগুস্তোর হেড পোস্টে লাগার পর গোললাইন থেকে ক্লিয়ার করেন গোলরক্ষক।

নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতে স্কোরলাইন ২-২ করেন পুলিসিক। বাঁ দিক থেকে এরনঁদেজের পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শটে জালে পাঠান যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড।

আর পাঁচ মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দুই বদলি খেলোয়াড়ের নৈপুণ্যে উল্লাসে মেতে ওঠে এসি মিলান। রাফায়েল লেয়াওয়ের চমৎকার পাসে কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান ইংলিশ স্ট্রাইকার আব্রাহাম।

২০২২ সালের শিরোপা লড়াইয়ে ইন্টার মিলানের কাছে ৩-০ গোলে হেরেছিল এসি মিলান। এবার মধুর প্রতিশোধ নিল তারা।

২০২৩ সাল থেকে নতুন আঙ্গিকে সেরি আ ও ইতালিয়ান কাপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ মিলিয়ে চার দল নিয়ে হচ্ছে ইতালিয়ান সুপার কাপ।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়