২০২৫ সালে বিশ্রামের সুযোগ নেই খেলোয়াড়দের
ফাইল ছবি
শুরু হয়ে গেছে ইংরেজি নতুন বছর ২০২৫। আর এই নতুন বছরে রয়েছে ক্রীড়াঙ্গনের অনেক বড় বড় টুর্নামেন্ট। যার প্রথমটা হচ্ছে ক্রিকেট খেলা দিয়ে। আর যেটি অনুষ্ঠিত হবে পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফির মাধ্যমে। এ ছাড়াও রয়েছে নতুন মোড়কে ক্লাব বিশ্বকাপের উদ্বোধনের মঞ্চ।
বর্তমানে খেলোয়াড়দের খুব একটা বিশ্রামের সুযোগ নেই। ২০২৪ এ খেলা কমানোর যে দাবি ছোট ছিল ২০২৫ সালে আরও জোরালো হবে। তার প্রমাণ খেলাধুলার ক্যালেন্ডার।
বাংলাদেশ ফুটবলের নতুন বছরের সূচনা হবে ব্যস্ত সূচি দিয়ে। ২০২৫ সাল হতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ বছর। পুরুষ ও নারী উভয় দলই এশিয়ান কাপ বাছাইসহ সাফ চ্যাম্পিয়নশিপের মতো বড় প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তুত। তবে সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরির বাংলাদেশের হয়ে অভিষেক।
২০২৫ সালের প্রথম আন্তর্জাতিক ম্যাচ হবে বাংলাদেশের নারী ফুটবল দলের। ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। সিঙ্গাপুর ও মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ চলছে, তবে এখনও নিশ্চিত হয়নি।
অন্যদিকে মার্চে শুরু হবে পুরুষ ফুটবলের এশিয়ান কাপ বাছাই পর্ব। ২৫ মার্চ হাইভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ । এই ম্যাচেই বাংলাদেশ জার্সি গায়ে প্রথমবারের মতো মাঠে নামবেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরি।
পুরো বছরে পুরুষ দল এশিয়ান কাপ বাছাইয়ে পাঁচটি ম্যাচ খেলবে। এর মধ্যে তিনটি হবে ঘরের মাঠে এবং দুটি অ্যাওয়ে। এছাড়া সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচেরও সম্ভাবনা রয়েছে।
নারী দলও জুন থেকে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে। তবে এর আগে ফেব্রুয়ারি, মার্চ, এবং মে মাসে প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
২০২৪ সালে সাফল্য ও ব্যর্থতার মিশ্রণে শেষ হয়েছিল বাংলাদেশের ফুটবল। নারী দল সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা ধরে রাখলেও পুরুষ দল আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ কিছু করতে পারেনি। বয়সভিত্তিক পর্যায়ে সাফে সাফল্য পেলেও এএফসি প্রতিযোগিতায় প্রত্যাশা অনুযায়ী ফল আনতে ব্যর্থ হয় দলগুলো।
২০২৪ সালের অক্টোবরে কাজী সালাউদ্দিনের দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসান ঘটিয়ে বাফুফের দায়িত্ব নেন সাবেক ফুটবলার ও রাজনীতিবিদ তাবিথ আউয়াল। ২০২৫ সাল তাই বাংলাদেশের ফুটবলের জন্য পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ বছর।
২০২৫ সালের ফুটবল ক্যালেন্ডার ব্যস্ত এবং সম্ভাবনাময়। তবে সফল হতে হলে প্রয়োজন সঠিক পরিকল্পনা, কোচিংয়ের উন্নয়ন, এবং তরুণ প্রতিভা তৈরিতে বিনিয়োগ। নতুন বছরে বাংলাদেশের ফুটবল দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ান পর্যায়ে সাফল্য আনতে পারবে কি না সেটি এখন সময়ের অপেক্ষা।
বাংলাদেশের সবচেয়ে বড় মর্যাদার আসর জুনিয়র হকি বিশ্বকাপ। প্রথমবার হকির বৈশ্বিক আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। ভারতের পরীক্ষা ডিসেম্বরে।
নিউজবাংলাদেশ.কম/পলি