News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:১৮, ১৫ মার্চ ২০১৫
আপডেট: ১০:২৪, ১৮ জানুয়ারি ২০২০

আয়ারল্যান্ডের সংগ্রহ ২৩৭

আয়ারল্যান্ডের সংগ্রহ ২৩৭

ঢাকা: গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে ২৩৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আয়ারল্যান্ড।

রোববার অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৭ রান সংগ্রহ করেছে আইরিশরা। ১০৭ রান করেন দলটির অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। পাক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তারপরও অবশ্য বড় সংগ্রহ পায়নি আইসিসির সহযোগী দেশটি।

মাঠে নামার আগে দু দলের সামনেই ছিল কোয়ার্টার ফাইনালের হাতছানি। যে দল জিতবে তারাই নাম লেখাবে বিশ্বকাপে পরের পর্বে। আর হারলেই বিদায়। ড্র হলে অবশ্য দু দলের ভাগ্যই প্রসন্ন। সেক্ষেত্রে উভয় দলই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে। তখন কপাল পুড়বে ওয়েস্ট ইন্ডিজের।

এমন সমীকরণ নিয়ে খেলতে নেমে শুরুতেই আয়ারল্যান্ডকে চেপে ধরে পাকিস্তান। ইনিংসের শুরুতেই পল স্টারলিংকে (৩) আউট করেন এহসান আদিল। স্কোরবোর্ডে তখন সবেমাত্র ১১ রান। ৩.৩ ওভার খেলা হয়েছে। এড জয়েস (১১) ও নেইল ও’ব্রায়েনরাও (১২) থিতু হতে পারেননি।

যদিও উইকেটের এক প্রান্ত ঠিকই আগলে রেখেছিলেন পোর্টারফিল্ড। দলকে শক্ত অবস্থানে নিতে ১৩১ বলে ১০৭ রানের দারুণ একটি ইনিংসও খেলেন আইরিশ দলপতি। কিন্তু অন্য প্রান্তে অন্য কোনো ব্যাটসম্যান দাঁড়াতে না পারায় স্কোরবোর্ডে বড় সংগ্রহ জমা হয়নি তাদের। আয়ারল্যান্ডের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান এসেছে গ্রে উইলসনের ব্যাটে। পাকিস্তানের পক্ষে তিনটি উইকেট পান ওয়াহাব রিয়াজ। দুটি করে উইকেট গেছে সোহেল খান ও রাহাত আলির দখলে।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়