News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৪, ৩০ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৩:২৫, ৩০ ডিসেম্বর ২০২৪

বিপিএলের টিকিট না পেয়ে স্টেডিয়ামের গেট ভাঙচুর দর্শকদের

বিপিএলের টিকিট না পেয়ে স্টেডিয়ামের গেট ভাঙচুর দর্শকদের

ছবি: সংগৃহীত

বিপিএলের ১তম আসর শুরু হচ্ছে আজ। টিকিট নিয়ে গতকালই দর্শকদের বিক্ষোভ দেখা গিয়েছিল। পরে সমালোচনার মুখে টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে টিকিট বিক্রির ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে সন্ধ্যায়ও বেশ কয়েক জায়গায় টিকিট নিয়ে হট্টগোলের খবর পাওয়া গেছে। 

সোমবার (৩০ ডিসেম্বর) উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগে বিক্ষুব্ধ দর্শকরা মিরপুরে ভাঙচুর চালিয়েছে। জানা গেছে, বেলা ১১টা নাগাদ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অবস্থান নেন দর্শকরা। 

এক পর্যায়ে কিছু দর্শক স্টেডিয়াম গেটে ভাঙচুর করেছেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। বিপিএল শুরুর আগে এমন পরিস্থিতি স্বাভাবিকভাবে ভালো বার্তা বহন করছে না।

বিসিবির পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুসারে, বিপিএলের উদ্বোধনী দিন অর্থাৎ আজ (সোমবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট বিক্রি করার কথা। তবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন কোনো বুথে টিকেট বিক্রি হচ্ছে না। মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় বিক্রি হবে। তাছাড়া বিপিএলের টিকেট অনলাইনেও পাওয়া যাচ্ছে।

মধুমতি ব্যাংকের যেসব শাখা থেকে টিকিট সংগ্রহ করা যাবে-

* মিরপুর শাখা (মিরপুর ১১)

* মতিঝিল শাখা (ঢাকা চেম্বার ভবন)

* উত্তরা শাখা (জসিম উদ্দিন রোড)

* গুলশান শাখা (গুলশান ১ এবং ২ এর মাঝামাঝি)

* ধানমন্ডি শাখা (পুরাতন রোড ২৭)

* কামরাঙ্গীর চর শাখা

* ভিআইপি রোড শাখা (পল্টন স্কাউট ভবন)


ক্যাটাগরিভিত্তিক বিপিএল টিকিটের মূল্য-

* গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার) : ২০০০ টাকা

* গ্র্যান্ড স্ট্যান্ড (আপার) : ২০০০ টাকা

* ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) : ১০০০ টাকা

*  ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক) : ৮০০ টাকা

* ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক) : ১০০০ টাকা

* ক্লাব হাউস সাউথ (শহীদ মোশতাক স্ট্যান্ড) : ৫০০ টাকা

* ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড) : ৫০০ টাকা

* সাউদার্ন গ্যালারি : ৩০০ টাকা

* নর্দান গ্যালারি : ৩০০ টাকা

* ইস্টার্ন গ্যালারি : ২০০ টাকা

* ক্লাব হাউস সাউথ - শহীদ মুশতাক স্ট্যান্ড (জিরো ওয়েস্ট জোন) :  ৬০০ টাকা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়