বিপিএলের টিকিটমূল্য প্রকাশ, পাওয়া যাবে যেভাবে
ছবি: সংগৃহীত
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের বিপিএল আসরে অনলাইনের পাশাপাশি টিকিট কিনতে পাওয়া যাবে সরাসরি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও।
রবিবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় এক বিবৃতিতে টিকিট ক্রয় সংক্রান্ত তথ্য জানিয়েছে বিসিবি।
সরাসরি ও অনলাইন দুই মাধ্যমেই বিপিএলের টিকিট সংগ্রহ করা যাবে। সরাসরি টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ বিকেল ৪টা থেকে। সন্ধ্যা ৭টা পর্যন্ত সেই সুযোগ থাকবে। এ ছাড়া বিপিএলের উদ্বোধনী দিন অর্থাৎ, আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট কেনা যাবে।
আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) মাঠে গড়াবে বিপিএল। তার আগে টিকিট নিয়ে বিস্তারিত না জানানোয় শুরু হয় বিতর্ক। টিকিট কিনতে আসা ভক্তরা স্টেডিয়ামের সামনে বিক্ষোভও করেন।
ভক্তদের বিক্ষোভের মুখেই তড়িঘড়ি করে বিপিএলের ১১তম আসরের টিকিট বিক্রির প্রক্রিয়া জানিয়েছে বিসিবি। একাদশ আসরের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামবে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী।
অনলাইনে টিকিট কিনতে হবে দর্শকদের ভিজিট করতে হবে www.gobcbticket.com.bd এই লিংকে।
সরাসরি টিকিট সংগ্রহ করা যাবে আজ, ২৯ ডিসেম্বর বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এছাড়া আগামীকাল, ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
সরাসরি টিকিট বিক্রি করা হবে যেখানে:
মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলো থেকে শারীরিক টিকিট সংগ্রহ করা যাবে। শাখাগুলো হলো:
১. মিরপুর শাখা (মিরপুর ১১)
২. মতিঝিল শাখা (ঢাকা চেম্বার বিল্ডিং)
৩. উত্তরা শাখা (জসিম উদ্দিন রোড)
৪. গুলশান শাখা (গুলশান ১ ও ২ এর মাঝামাঝি)
৫. ধানমন্ডি শাখা (পুরনো রোড ২৭)
৬. কামরাঙ্গীরচর শাখা
৭. ভিআইপি রোড শাখা (পল্টন স্কাউট বিল্ডিং)।
টিকিটের মূল্য তালিকা:
ম্যাচ ভেন্যু: শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম (এসবিএনসিএস), ঢাকা।
১. গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার): ২,০০০ টাকা।
২. গ্র্যান্ড স্ট্যান্ড (আপার): ২,০০০ টাকা।
৩. ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক): ১,০০০ টাকা।
৪. ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক): ৮০০ টাকা।
৫. ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক): ১,০০০ টাকা।
৬. ক্লাব হাউস সাউথ (শহীদ মুস্তাক স্ট্যান্ড): ৫০০ টাকা।
৭. ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড): ৫০০ টাকা।
৮. সাউদার্ন গ্যালারি: ৩০০ টাকা।
৯. নর্দার্ন গ্যালারি: ৩০০ টাকা।
১০. ইস্টার্ন গ্যালারি: ২০০ টাকা।
১১. ক্লাব হাউস সাউথ (শহীদ মুস্তাক স্ট্যান্ড - জিরো ওয়েস্ট জোন): নির্দিষ্ট ৩০০ আসনের টিকিটের মূল্য ৬০০ টাকা।
নিউজবাংলাদেশ.কম/পলি