প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাস গড়লেন জ্যোতি
বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ছবি: সংগৃহীত
শুরু হয়েছে বাংলাদেশ নারী দলের লংগার ভার্সন ক্রিকেট। উদ্বোধনী আসরের প্রথম রাউন্ডে সেঞ্চুরির দেখা মিলেছে। তবে ইতিহাস গড়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ডবুকে নাম লেখালেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
নারী বিসিএলের তৃতীয় দিনে সেঞ্চুরি পূর্ণ করেন জাতীয় দলের অধিনায়ক। সেন্ট্রাল জোনের হয়ে এখন তিনি অপরাজিত ছিলেন ১৫৩ রানে।
সোমবার (২৩ ডিসেম্বর) শহীদ কামারুজ্জামান ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল।
টস জিতে মধ্যাঞ্চল আগে ব্যাটিং করে ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে পিংকির সুযোগ ছিল প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার। কিন্তু ৮৬ রানে আউট হন তিনি।
উত্তরাঞ্চলকে দমিয়ে রাখতে বল হাতে দারুণ করেছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। ৪৮ রানে তার শিকার চার উইকেট।
জবাবে খেলতে নেমে ১২৫.৫ ওভারে ৮ উইকেটে ৩৮৭ রান তুলতেই ইনিংস ঘোষণা করেন মধ্যাঞ্চলের অধিনায়ক জ্যোতি। ২৫৩ বলে তার ইনিংসটি সাজানো ছিল ২০টি চার ও ২টি ছক্কায়। বাংলাদেশর নারী ক্রিকেট ইতিহাসে জ্যোতির এই সেঞ্চুরিটিই হয়ে থাকবে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম।
নিউজবাংলাদেশ.কম/পলি/এনডি